TRENDING:

Daya: সহ অভিনেত্রীর সঙ্গে পরকীয়া, অবৈধ সন্তান....বিবাহিত থাকাকালীনই ‘CID’-র দয়ার ছিল ‘গোপন প্রেম’? ফাঁস হতেই কী বলেছিলেন অভিনেতা

Last Updated:
CID Daya: ওই অভিনেত্রীর সঙ্গে নাকি দয়ার একটি কন্যা সন্তানও রয়েছে বলেই শোনা গিয়েছিল৷ যা প্রকাশ্য আসার পরেই হইচই পড়ে যায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷
advertisement
1/9
সহ অভিনেত্রীর সঙ্গে পরকীয়া, অবৈধ সন্তান....বিবাহিত ‘CID’-র দয়ার ছিল ‘গোপন প্রেম?
টিভির পর্দায় অন্যতম সফল বিখ্যাত ক্রাইম শো হল সিআইডি৷ কয়েক দশক ধরে সমান জনপ্রিয়তা ধরে রেখেছে CID৷ বাস্তবের ঘটনা থেকে অনুপ্রাণিত এই শোয়ের প্রত্যেক চরিত্র এই শোয়ের দরুণ বহুল জনপ্রিয় হয়ে ওঠে৷ CID-প্রেমীরা সকলেই চেনেন ‘দয়া’কে৷
advertisement
2/9
CID-র দয়া চরিত্রটিতে অভিনয় করেছেন অভিনেতা দয়ানন্দ শেট্টি৷ তাঁর চরিত্রটির বহুল জনপ্রিয়তার কারণে পরবর্তীকালে অজয় দেবগনের ‘সিংহম রিটার্নস’ ছবিতেও ‘দয়া’ নামের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে দয়াকে৷ ‘দরওয়াজা তোড় দো দয়া’ তো দয়ার ভক্তদের মুখে মুখে৷
advertisement
3/9
তবে জনপ্রিয় অভিনেতা হলেও দয়ানন্দের ব্যক্তিগত জীবনের বেশিরভাগ দিকই থেকেছে আড়ালে৷ তবে একটি খবর প্রকাশ্যে আসার পরই এক অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের খবর আসে শিরোনামে৷
advertisement
4/9
তাঁর বিরুদ্ধে বিবাহবর্হিভূত সম্পর্কের অভিযোগ ওঠে৷ এমনকী ওই অভিনেত্রীর সঙ্গে নাকি দয়ার একটি কন্যা সন্তানও রয়েছে বলেই শোনা যায়৷ যা প্রকাশ্য আসার পরেই হইচই পড়ে যায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷
advertisement
5/9
মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, ২০০৫ সাল নাগাদ দয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল তাঁরই বিখ্যাত শো সিআইডি-র সহ-অভিনেত্রী মোনা আম্বেগাঁওকরের সঙ্গে৷ আগুনে ঘিয়ের মতোই মোনার নিজের সন্তান নিয়ে এক পুরনো সাক্ষাৎকার থেকে আরও বাড়ে জল্পনা।
advertisement
6/9
ওই সাক্ষাৎকারে মোনা অম্বেগাঁওকর বলেছিলেন, ‘‘হ্যাঁ, আমার একটি মেয়ে আছে, কিন্তু আমি তার বাবার নাম বলব না যতক্ষণ না তিনি নিজে সামনে আসেন।" যদিও দয়া এ কথাকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন৷
advertisement
7/9
তিনি বলেছিলেন, ‘‘আমি এই কথাগুলি জানি, কিন্তু এগুলি শুধুমাত্র গুজব। আমি গত ছয় বছর ধরে বিবাহিত। মোনার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। শোতে আমাদের দৃশ্যও খুব সামান্য ছিল।’’
advertisement
8/9
দয়ানন্দ শেট্টির স্ত্রী স্মিতা শেট্টি৷ বর্তমানে তিনি স্ত্রীয়ের সঙ্গে সুখে-শান্তিতে বিবাহিত জীবন যাপন করছেন। তাদের একটি মেয়ে ভিভা শেট্টিও আছে।
advertisement
9/9
প্রসঙ্গত, টিভির পর্দা থেকে বিদায় নিলেও ওটিটি দিয়ে ফের ফিরে এসেছে CID। এখানেও দয়ানন্দের শক্তিশালী চরিত্র এবং শোয়ের রোমাঞ্চকর গল্পগুলি পুনরায় জনপ্রিয় হয়েছে। দয়ার জীবনের পুরনো গুজবও এখন অতীত।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Daya: সহ অভিনেত্রীর সঙ্গে পরকীয়া, অবৈধ সন্তান....বিবাহিত থাকাকালীনই ‘CID’-র দয়ার ছিল ‘গোপন প্রেম’? ফাঁস হতেই কী বলেছিলেন অভিনেতা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল