Charu Asopa I Sushmita Sen: আমার মেয়েকে বয়স্ক লাগে কারণ ওর পিসি এরকম! সুস্মিতার চেহারা নিয়ে বিস্ফোরক বৌদি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Charu Asopa I Sushmita Sen: সুস্মিতার ভাইঝি জিয়ানা এখনই ট্রোলিংয়ের শিকার। মা চারু অসোপা এবং বাবা রাজীব সেনের বিবাহ বিচ্ছেদ এবং চেহারার কারণে। এবার চারু তাঁর মেয়ের হয়ে জবাব দিলেন নিন্দকদের।
advertisement
1/6

‘এখনও কথা বলতে শেখেনি কেন’, ‘দেখে তো তিন বছরের শিশু মনে হয়’, ‘মেয়ের বয়স কত’, ‘দেখতে বুড়ি বুড়ি কেন’, ছোট্ট শিশুকে নিয়ে নেটপাড়ায় কাটাছেঁড়ার শেষ নেই!
advertisement
2/6
সুস্মিতার ভাইঝি জিয়ানা এখনই ট্রোলিংয়ের শিকার। মা চারু অসোপা এবং বাবা রাজীব সেনের বিবাহ বিচ্ছেদ এবং চেহারার কারণে। এবার চারু তাঁর মেয়ের হয়ে জবাব দিলেন নিন্দকদের।
advertisement
3/6
চারুর কথায়, ‘‘মেয়েকে নিয়ে খারাপ কথা বললে খুব কষ্ট হয়। তাকে দেখতে অবশ্যই তিন বছরের শিশুর মতো হবে কিন্তু তার বয়স মাত্র ১৮ মাস। মেয়ে হঠাৎ করে কথা বলতে শুরু করবে কীভাবে। তাকে বয়স্ক দেখায় কারণ তার জিন এরকম।’’
advertisement
4/6
‘‘ওর ঠাকুর্দা, পিসি আর বাবা এমনই। তারা সবাই খুব লম্বা। তাই সে তাদের কাছ থেকে এটা পেয়েছে। এর আগেও অনেকে বলেছে মেয়ে কথা বলতে পারে না, উঠে দাঁড়াতে পারে না। এখন কিন্তু পারে না। আরে সময় দিতে হবে তো।’’
advertisement
5/6
২০১৯ সালে ঝগড়াঝাটিতে বিরতি টেনে বিয়ে করেছিলেন রাজীব ও চারু। কিন্তু বিয়ের পরও সেই সমস্যা মেটেনি। ২০২০ সাল থেকেই বেশির ভাগ সময়ে আলাদা থেকেছেন তাঁরা।
advertisement
6/6
এমনকি কন্যাসন্তান জিয়ানার জন্ম দেওয়ার পরেও দাম্পত্যকলহ চলেছে৷ তাও বারবার চেষ্টা করেছেন সম্পর্ক টিকিয়ে রাখতে। কিন্তু শেষরক্ষা হয়নি। সম্প্রতি ডিভোর্স করেছেন রাজীব-চারু।