মুক্ত 'হাওয়া'র মেজাজে নন্দন! ফের দুই বাংলা একাকার, প্রসেনজিৎ-চঞ্চল এক মঞ্চে
- Published by:Aryama Das
Last Updated:
শীতের সন্ধ্যায় নন্দন চত্বর মেতে উঠল সিনে আড্ডায়, সেই ছবিতেই খুশির 'হাওয়া'
advertisement
1/5

২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মেতেছে শহর। আর সেখানেই মুক্তি পেল মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবি 'হাওয়া'। এইবার অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে এক মঞ্চে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও।
advertisement
2/5
শনিবার নন্দনে উপস্থিত ছিলেন এই ছবির অভিনেতা চঞ্চল চৌধুরী-সহ বাকি শিল্পীরা।
advertisement
3/5
শীতের সন্ধ্যায় নন্দন চত্বর মেতে উঠল সিনে আড্ডায়। মঞ্চে উপস্থিত উপস্থাপক সৌরভ দাস।
advertisement
4/5
'চরিত্র না তারকা' আলোচনার এই বিষয়বস্তুর পক্ষে-বিপক্ষে বক্তব্য রাখলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চঞ্চল চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্য, রাজ চক্রবর্তী, বনি সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়, ইশা সাহা, নাজিফা তুশি।
advertisement
5/5
একই মঞ্চে সম্মানিত হতে দেখা গেল প্রসেনজিৎ-চঞ্চলকে। সেই ছবি নিজের নেটমাধ্য়মে শেয়ার করলেন টলিউড অভিনেতা নিজেই।