TRENDING:

শরীরচর্চা-ই কাল? জিম-এ এক্সারসাইজ করতে করতেই হৃদ্‌যন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় এই তারকাদের

Last Updated:
শুক্রবার সকালে প্রয়াত হন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী।বিগত সময়ে অনেক তারকারই মৃতু হয়েছে জিম-এ শরীরচর্চা করার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে। প্রত্যেকেই অতিরিক্ত শরীরচর্চা করতেন, প্রত্যেকেরই বয়স কম
advertisement
1/7
শরীরচর্চা-ই কাল?জিম-এ এক্সারসাইজ করতে করতেই হৃদ্‌যন্ত্র বিকল হয়ে মৃত এই তারকারা
শুক্রবার সকালে প্রয়াত হন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৬ বছর। শুক্রবার জিমে এক্সারসাইজ করার সময় আচমকাই হৃদ্‌যন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় অভিনেতার। সূত্রের খবর, অভিনেতা অসুস্থ হয়ে পড়লে তাঁকে কোকিলাবেন ধীরুভাই আম্বানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৪৫ মিনিট চিকিৎসার পর শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘কসৌটি জিন্দেগি কে’, ‘ভাগ্যবিধাতা’, ‘গৃহস্থী’, ‘ক্যায়া দিল মে হ্যায়’, ‘ওয়ারিশ’, ‘সূর্যপুত্র কর্ণ’ তারকা।
advertisement
2/7
বিগত সময়ে অনেক তারকারই মৃতু হয়েছে শরীরচর্চা করার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে। ২০২১ সালের ২ সেপ্টেম্বর ৪০ বছর বয়সে ঘুমের মধ্যে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ছোটপর্দার জনপ্রিয় মুখ সিদ্ধার্থ শুক্লা। তিনি ‘বিগ বস’-এর ১৩ তম পর্বের বিজয়ী-ও ছিলেন। জানা যায়, মৃত্যুর দিন সন্ধ্যাবেলা মায়ের সঙ্গে আবাসনের বাইরে হাঁটতে গিয়েছিলেন। রাতের খাবার খেয়ে ঘুমোতেও যান। ঘুমের মধ্যেই হৃদ্‌যন্ত্র বিকল হয়ে মৃতু হয় অইনেতার। চিকিৎসকরা বলেছিলেন, অতিরিক্ত শরীরচর্চা কারণেই তাঁর শরীরের ক্ষতি হয়েছিল। হৃদ্‌যন্ত্র বিকল হওয়ার নেপথ্যেও দায়ী শরীরচর্চা।
advertisement
3/7
কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবও জিমে শরীরচর্চা করার পর অসুস্থ হয়ে প্রাণ হারান । চলতি বছরের ১০ অগাস্ট জিমে ওয়ার্কআউট করাকালীন আচমকাই বুকে ব্যথা শুরু হয়, তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় দিল্লির এমস হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর।
advertisement
4/7
৩০ সেপ্টেম্বর সলমনের বডি ডাবল সাগর পাণ্ডের মৃত্যুও হয় জিম-এ শরীরচর্চা করার সময় হৃদ্‌যন্ত্র বিকল হয়ে। হাসপাতালে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তাঁর বয়স ছিল ৫০ বছর। সলমন খানের বডি ডাবল হিসাবে ৫০টিরও বেশি ছবিতে কাজ করেছিলেন সাগর।
advertisement
5/7
চলতি বছরের জুলাই মাসে ‘ভাবীজি ঘর পর হ্যায়’ ধারাবাহিকে অন্যতম চরিত্র ‘মলখান’ ওরফে দীপেশ ভানের মৃতু হয় একইভাবে। তিনি যে আবাসনে থাকতেন, সেখানকার জিমে সকাল ৭টা নাগাদ শরীরচর্চা করতে গিয়েছিলেন তিনি, সেখান থেকে বেরিয়ে ক্রিকেট খেলবেন বলে আবাসনের মাঠে গিয়েছিলেন, তখনই হৃদ্‌যন্ত্র বিকল হয়ে মারা যান তিনি।
advertisement
6/7
২০১৩ সালে ৩৮ বছর বয়সে মারা যান টেলিভিশনের জনপ্রিয় মুখ ছিলেন আবির গোস্বামী। মুম্বইয়ের এক জিমে শরীরচর্চা করছিলেন তিনি। ট্রেডমিলে হাঁটার সময় হৃদ্‌যন্ত্র বিকল হয়ে পড়ে অভিনেতার। সঙ্গে সঙ্গেই মারা যান তিনি। ‘প্যার কা দর্দ হ্যায় মিঠা মিঠা প্যারা প্যারা’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয় হলেও ২০০০ সাল থেকে বহু হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। বড় পর্দায় কাজ করেছেন ‘লক্ষ্য’, ‘খাকী’, ‘ডরনা মানা হ্যায়’, ‘দ্য লেজেন্ড অফ ভগৎ সিং’-এর মতো ছবিতে।
advertisement
7/7
২০২১ সালে ২৯ অক্টোবর শরীরচর্চা করতে গিয়ে মারা যান দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা পুনীত রাজকুমার। জিমে শরীরচর্চা করতে গিয়ে হৃদ্‌যন্ত্র বিকল হয়ে পড়ে তাঁর। অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুনীতকে। কিন্তু হাসরাতাল যাওয়ার পথেই মারা যান তিনি। মৃত্যুর সময় অভিনেতার বয়স ছিল ৪৬ বছর।
বাংলা খবর/ছবি/বিনোদন/
শরীরচর্চা-ই কাল? জিম-এ এক্সারসাইজ করতে করতেই হৃদ্‌যন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় এই তারকাদের
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল