Guess The Actor: ইন্ডাস্ট্রি থেকে সাময়িক বিরতিতে এ কী হাল তারকার! নায়কের ছবি দেখে আঁতকে নেটপাড়া, চিনতে পারছেন কি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Guess The Actor: বলি তারকা এখন ছেঁড়া পোশাকে রাস্তায় বেরোচ্ছেন? ভক্তদের চোখে জল। চিনতে পারলেন কি? ইনি সেই এককালীন হার্ট থ্রব।
advertisement
1/8

আঁতকে উঠেছে নেটপাড়া! এ কী হাল তারকার? এক সময়ে ইন্ডাস্ট্রিতে তাঁর রাজত্ব ছিল। তার পর কয়েক বছরের বিরতি নিয়েছিলেন অভিনেতা। ফিরে এলেন এমন চেহারা নিয়ে। চেনা দায়!
advertisement
2/8
৪১ বছরের অভিনেতা ফিরে এলেন ৭০ বছরের বৃদ্ধ হয়ে। এও কেমন করে সম্ভব? মাথায় শীতের টুপি। ভাঙাচোরা চশমা চোখে, হাতে সিগারেট, ছেঁড়া শীতের পোশাক জড়িয়ে সারা গায়ে। গাল গিয়েছে ভেঙে।
advertisement
3/8
এককালীন বলি তারকা এখন ছেঁড়া পোশাকে রাস্তায় বেরোচ্ছেন? ভক্তদের চোখে জল। কিন্তু এ তো আসলে মেকআপ। নতুন ছবি নিয়ে ফিরে এলেন তারকা। মেকআপ-এ সাড়া ফেললেন চারদিকে।
advertisement
4/8
চিনতে পারলেন কি? ইনি সেই এককালীন হার্ট থ্রব। নীল নীতিন মুকেশ। ‘নিউ ইয়র্ক’, ‘জনি গদ্দর’, ‘গোলমাল আগেইন’, ‘প্রেম রতন ধন পায়ো’-র মতো হিট ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।
advertisement
5/8
সঙ্গীতশিল্পী মুকেশের নাতি এবং গায়ক নীতিন মুকেশের ছেলে হয়েও বলিউডে তেমন দাগ কাটতে পারেননি। তাঁর নাম রেখেছিলেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। তারকা-পুত্র হয়েও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি নীল।
advertisement
6/8
কিন্তু তাঁপ অভিনয় দক্ষতা কখনওই প্রশ্নের মুখে পড়েনি। ‘নিউ ইয়র্ক’, ‘জনি গদ্দর’-এর মতো ছবিতে নিজের প্রতিভার কারণে প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেতা।
advertisement
7/8
ছবিগুলি শেয়ার করে নীল লিখেছেন, ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তাই জন্য আমি ধূমপান করি না।’ নেটপাড়া উত্তাল হয়ে গেলেও এখনও এ কথা স্পষ্ট হয়নি যে কোন ছবির জন্য এমন ভোলবদল তাঁর।
advertisement
8/8
ভক্তদের মনে প্রশ্ন উস্কে দিয়ে মুখে কুলুপ আঁটলেন নীল। কোনও নতুন ছবি বা সিরিজ নিয়ে ফের ইন্ডাস্ট্রিতে ফিরছেন বলি তারকা। পরবর্তী খবরের জন্য এখন অপেক্ষায় তাঁর অনুরাগীরা।