TRENDING:

ক্রিসমাস কেকে থাকবে 'হামি'-এর ছোঁয়া! ছোটদের জন্য নয়া চমক শিবপ্রসাদ-নন্দিতার

Last Updated:
কুকিজ দিয়ে বড়দিনের সূচনা করেছে হামি ২-এর শিল্পীরা, রইল ছবি।
advertisement
1/5
ক্রিসমাস কেকে থাকবে 'হামি'-এর ছোঁয়া! ছোটদের জন্য নয়া চমক শিবপ্রসাদ-নন্দিতার
২০১৮ সালে 'হামি' -র বিপুল সাফল্যের পর, 'হামি ২' (Haami 2) নিয়ে দর্শকদের উৎসাহের শেষ নেই।
advertisement
2/5
প্রথমে কথা ছিল ২০২০ সালের মার্চ মাসে শুরু হবে এই ছবির শ্যুটিং। তবে অতিমারীর জন্যে তা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত গত বছর ডিসেম্বর থেকে শ্যুটিং শুরু হয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) জুটি পরিচালিত ও উইন্ডোজ প্রোডাকশন হাউজের (Windows Productions House) এই ছবির। এই ক্রিসমাসেই বড় পর্দায় আসছে হামি ২।
advertisement
3/5
গার্গী রায়চৌধুরী, শিবপ্রসাদ মুখার্জি, খরাজ মুখার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অঞ্জন দত্ত সহ ৩ নবাগত শিশু অভিনেতা (ঋতোদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা এবং অরিত্রিকা চৌধুরী) রয়েছেন অভিনয়ে।
advertisement
4/5
কেকস-এর রাউডন স্ট্রিট আউটলেটে হামি ২-এর বিশেষ কেক এবং পেস্ট্রি লঞ্চ করেছে। অনুষ্ঠানটি এতটাই আনন্দের এবং রঙিন ছিল যে যেন এটি কেক পেস্ট্রি এবং কুকিজ দিয়ে বড়দিনের সূচনা করেছে। হামি ২ শিল্পীরা উপস্থিত ছিলেন সেখানে।
advertisement
5/5
শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, “বড়দিন মানেই কেক। আমরা ২৩ ডিসেম্বর হামি ২ রিলিজ করতে প্রস্তুত। বাচ্চাদের জন্য ক্রিসমাসের ঠিক আগেই কেকস হামি ২ স্পেশাল কেক লঞ্চ করছে। আমি বিশ্বাস করি বাচ্চারা যেমন কেক এবং পেস্ট্রি পছন্দ করে, তেমনি তারা আমাদের সিনেমাও পছন্দ করবে’’।
বাংলা খবর/ছবি/বিনোদন/
ক্রিসমাস কেকে থাকবে 'হামি'-এর ছোঁয়া! ছোটদের জন্য নয়া চমক শিবপ্রসাদ-নন্দিতার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল