Bonny Sengupta: কৌশানীর সঙ্গে জুটি ভাঙল? টলিপাড়ার নায়িকার সঙ্গে রসায়ন বনির, হঠাৎ কী হল?
- Written by:Manash Basak
- Published by:Sayani Rana
Last Updated:
Bonny Sengupta: বনি সেনগুপ্তের নতুন কিচেন! তবে সঙ্গে নেই কৌশানী? এবার অভিনেতার সঙ্গী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
advertisement
1/7

বনি সেনগুপ্তের নতুন কিচেন! তবে সঙ্গে নেই কৌশানী? এবার অভিনেতার সঙ্গী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
advertisement
2/7
শুনে অবাক লাগছে? আসলে তাঁদের নতুন ছবি 'রবিন'স কিচেন' আসছে। এই নতুন গল্পে জুটিতে বাঁধতে চলেছেন বনি-প্রিয়াঙ্কা।
advertisement
3/7
ছবিতে রবিনের চরিত্রে দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্তকে। অন্যদিকে, নীহারিকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার কে। ছবিতে আরও দুটি মুখ্য চরিত্রে থাকছেন শান্তনু নাথ ও সাশ্রীক গঙ্গোপাধ্যায়।
advertisement
4/7
গল্পের হিরো রবিন একটা ক্যাফে চালায় যার নাম 'রবিনস কিচেন'। ছোটবেলা থেকেই তার শক ছিল মায়ের হাতে খাওয়া একটা স্পেশাল চিকেন ডিশ তৈরি করে সকলকে খাওয়াবে। এই স্পেশাল ডিশটি হল 'চিজি তন্দুরী চিকেন'।
advertisement
5/7
সেইমত ক্যাফেতে সেই স্পেশাল ডিশটি তৈরি করে সে জনপ্রিয়ও হয়ে ওঠে। কিন্তু পাড়ার লোকাল নেতা তার উন্নতিতে তাকে বাধা দেয়। এরই মধ্যে ব্যবসার কাজে রবিনকে চলে যেতে হয় রাজ্যের বাইরে।
advertisement
6/7
এই সুযোগে অরিত্র ক্যাফেটা নিয়ে নেওয়ার প্ল্যান করে। রবিনের প্রেমিকা নীহারিকাকে অপহরণ করে নিয়ে যায়। রবিন কী করে এর বদলা নেবে সেই নিয়েই গল্প। গল্পের শেষে দর্শক রয়েছে একটা অভাবনীয় টুইস্ট।
advertisement
7/7
ইতিমধ্যে ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। কলকাতাতেই হয়েছে ছবির শ্যুটিং। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক বাপ্পা।