Boney on Sridevi's Death: না খেয়ে থাকত, বিয়ের পর বহুবার অজ্ঞান হয়েছে! শ্রীদেবীর মৃত্যুরহস্য নিয়ে বিস্ফোরক বনি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Boney on Sridevi's Death: বনির মতে, শ্রীদেবীর স্বাস্থ্যের অবনতি তাঁর মৃত্যুর কারণ হতে পারে। বনির কথায়, ‘‘প্রায়শই না খেয়ে থাকত ও। যাতে ক্যামেরার সামনে দেখতে ভাল লাগে।’’
advertisement
1/5

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি, শেষ নিশ্বাস ত্যাগ করেন বলিউড অভিনেত্রী শ্রীদেবীকে। দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারের বাথরুমের বাথটবে মৃত অবস্থায় পাওয়া যায় শ্রীদেবীকে। উত্তাল হয়েছিল সারা দেশ।
advertisement
2/5
শ্রীদেবীর স্বামী, প্রযোজক বনি কাপুরকে সেই সময়ে প্রশ্নের মুখে দাঁড় করানো হয়েছিল। সম্প্রতি সেই নিয়ে মুখ খোলেন অর্জুন কাপুরের বাবা।
advertisement
3/5
বনির মতে, শ্রীদেবীর স্বাস্থ্যের অবনতি তাঁর মৃত্যুর কারণ হতে পারে। বনির কথায়, ‘‘প্রায়শই না খেয়ে থাকত ও। যাতে ক্যামেরার সামনে দেখতে ভাল লাগে।’’
advertisement
4/5
‘‘রোগা হওয়ার জন্য এমন করত। আমার সঙ্গে বিয়ে হওয়ার পর অনেকবার জ্ঞান হারাতে দেখেছি ওকে। চিকিৎসক বারবার বলতেন ওকে, যে ওর লো ব্লাডপ্রেশারের সমস্যা রয়েছে।’’
advertisement
5/5
বনি জানান, শ্রীদেবীর মৃত্যুর পর ৪৮ ঘণ্টা ধরে জেরা চলেছিল। লাই ডিটেক্টর টেস্টও হয়েছিল তাঁর। বনির কথায়, ‘‘তার পরেও আমার বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি, কারণ দুর্ঘটনার কারণেই মৃত্যু হয়েছিল।’’