TRENDING:

Yami Gautam: 'ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরা বিয়ের এক মাস', নববধূ ইয়ামির প্রেমের পোস্ট!

Last Updated:
বিয়ের এক মাস পূরণ হল বলিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামি গৌতম (Yami Gautam) ও পরিচালক আদিত্য ধরের (Aditya Dhar)।
advertisement
1/8
'ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরা বিয়ের এক মাস', নববধূ ইয়ামির প্রেমের পোস্ট!
বিয়ের এক মাস পূরণ হল বলিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামি গৌতম (Yami Gautam) ও পরিচালক আদিত্য ধরের (Aditya Dhar)। হিমাচল প্রদেশে একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে দুই পরিবার বিয়েতে যোগ দিয়েছিল গত ৪ জুন।
advertisement
2/8
বিয়ের এক মাস উপলক্ষে আবেগঘন পোস্ট করলেন ইয়ামি। ইনস্টাগ্রামে বিয়ের অ্যালবাম থেকেই ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, 'ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরা এক মাস'। স্ত্রীর এমন পোস্টে 'উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক'-এর পরিচালক আদিত্য ধরও লাল হৃদয়ের ইমোজি দিতে একদম দেরি করেননি।
advertisement
3/8
করোনাভাইরাসের লকডাউনের মধ্যেই চারহাত এক করে ফেলেছেন বলিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামি গৌতম। বলিউডের পরিচালক আদিত্য ধরের সঙ্গে একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমেই বিয়ে সেরেছেন তাঁরা। নিজের বিয়ের একটি ছবি ইয়ািম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজেই দারুণ খবরটি শেয়ার করেছিলেন নায়িকা। আদিত্য বলিউডে শেষ পরিচালনা করেছেন ভিকি কৌশলের উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক ছবিটি। সেখানে ইয়ামিকেও দেখা গিয়েছিল গুরুত্বপূর্ণ চরিত্রে।
advertisement
4/8
বিয়ের দিন পোস্ট করা ছবিতে দেখা গিয়েছিল, আদিত্যর হাতে হাত রেখে একে অপরের দিকে তাকিয়ে হাসছেন তাঁরা। ছবির ক্যাপশনে ইয়ামি লিখেছিলেন, 'আমাদের পরিবারের আশীর্বাদে আমরা আজ ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে সম্পন্ন করেছি। এই বন্ধুত্ব ও ভালোবাসার যাত্রাপথে আপনাদের সকলের আশীর্বাদ ও শুভাকামনা চাই। ভালোবাসা, ইয়ামি ও আদিত্য।'
advertisement
5/8
বিয়ের সাবেকি সাজে, মেরুন রঙা শাড়ি ও সোনার গয়নায় সেজেছিলেন ইয়ামি। আদিত্যকে দেখা গিয়েছে সাদা শেরওয়ানি ও মাথায় পাগড়ি পরে। সোশ্যাল মিডিয়ায় ইয়ামির ছবি পোস্ট হতেই ভাইরাল হয়েছিল।
advertisement
6/8
ইয়ামির বিয়ের নানা মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন বোন সুরিলি গৌতমও। আর সেখানেই আরও বেশি করে চোখ টেনেছেন সুরিলি। বিশেষ করে সুরিলির বিয়ের অনুষ্ঠানের পোশাক এককথায় হিট বাজারে। দেখা গিয়েছে তাঁদের মা-কেও। চূড়া সেরিমনিতেও দারুণ সেজেছিলেন ইয়ামি। তিনি লাল পোশাকে সেজে এবং মিনিমাল মেক-আপে যেখানে নজর কেড়েছেন ফ্যানেদের, পাশাপাশি বোন সুরিলিও নীল শাড়িতে বিয়েবাড়িতে চমক লাগিয়েছেন।
advertisement
7/8
কাজের দিক থেকে ইয়ামিকে সামনেই দেখা যাবে একটি ডিজিটাল ছবি 'আ থার্সডে'-তে। নয়না নামের এক স্কুল শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে ইয়ামিকে। এই ছবিতে আরও রয়েছেন নেহা ধুপিয়া, ডিম্পল কাপাডিয়া, অতুল কুলকার্নি ও মায়া সারাও।
advertisement
8/8
'ভিকি ডোনর' ছবিতে আয়ুষ্মানের সঙ্গে বলিউডে পা রেখেছিলেন ইয়ামি। তার পর বলিউডের নানা ছবিতে কাজ করে দর্শকের জনপ্রিয়তা অর্জন করেছেন নায়িকা। হৃত্বিক রোশনের সঙ্গে কাবিল ও বরুণ ধাওয়ানের সঙ্গে বদলাপুর তার অন্যতম।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Yami Gautam: 'ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরা বিয়ের এক মাস', নববধূ ইয়ামির প্রেমের পোস্ট!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল