TRENDING:

প্রথম ‘নীল ছবি’ দেখার পর যা করেছিলেন..., স্বীকারক্তি সানির, জানলে চমকে উঠবেন

Last Updated:
সানি লিওনের জীবনীর ওপরে নির্ভর করে তৈরী ওয়েব-সিরিজ 'করণজিৎ কৌর' ৷ তার বায়োগ্রাফিতে সানি সম্বন্ধে একাধিক না জানা তথ্য সামনে এসেছে৷
advertisement
1/5
প্রথম ‘নীল ছবি’ দেখার পর যা করেছিলেন..., স্বীকারক্তি সানির, জানলে চমকে উঠবেন
সানি লিওনে মানেই পর্ন ছবির সুপারস্টার। তবে পর্ন সিনেমা থেকে নিজেকে অনেক দিন আগেই সরিয়ে নিয়েছেন তিনি। এখন তিনি বলিউডের নামকরা অভিনেত্রীদের তালিকায় নিজের নাম নিয়ে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রায় বিভিন্ন বিষয়ে নিয়ে চর্চায় থাকেন এই স্টার ৷ সম্প্রতি জানা গিয়েছিল গুগল ইন্ডিয়ার সার্চ রেজাল্টের তালিকা তালিকাতেই নজরে এল সানি লিওন এখনও অবধি গুগল সার্চে এক নম্বরে ৷
advertisement
2/5
সানি লিওনের জীবনীর ওপরে নির্ভর করে তৈরী ওয়েব-সিরিজ 'করণজিৎ কৌর' ৷ তার বায়োগ্রাফিতে সানি সম্বন্ধে একাধিক না জানা তথ্য সামনে এসেছিল ৷ সম্প্রতি 'করণজিৎ কৌর' এর একটি অংশ শিরোনামে উঠে এসেছে ৷ এখানে সানির প্রথম পর্ণ ছবি দেখার কথা বলা হয়েছে ৷ দেখানো হয়েছে প্রথমবার ব্লু ফিল্ম দেখে সানির মনে কী প্রভাব পড়েছে ৷
advertisement
3/5
ওয়েব সিরিজ অনুযায়ী, সানি তার জীবনের প্রথম ব্লু ফিল্ম তার ভাই ও এক বন্ধুর সঙ্গে দেখেছিলেন ৷ ছবিটি দেখে প্রথম তার আপসোস হয় ৷ এবং তার পর এই আপশোস দূর করার জন্য তিনি যা করেন তা থেকে বোঝা যায় যে শিশুদের মনে এর কী প্রভাব পড়ে থাকে ৷
advertisement
4/5
ব্লু ফিল্ম দেখার পর তিনি গুরু নানক দেবের ছবি সামনে দাঁড়িয়ে নিজের অপরাধের জন্য ক্ষমা চান ৷ সানির জীবনের এরকম একাধিক বিষয় এখনও সবার আড়ালেই রয়ে গিয়েছে ৷
advertisement
5/5
ওয়েব সিরিজ হিসেবে রিলিজ করা হয়েছে সানির বায়োপিক ৷ এখানে সানির ছোটবেলা থেকে স্টার হওয়া পর্যন্ত সংঘর্ষ দেখানো হয়েছে ৷ এই ওয়েব সিরিজটি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
প্রথম ‘নীল ছবি’ দেখার পর যা করেছিলেন..., স্বীকারক্তি সানির, জানলে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল