Mouni Roy: ছাই রঙের বিকিনি আর মৌনীর ঝড় তোলা শরীর, আড়চোখে দেখে ফেলল মালদ্বীপ...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বাঙালি অভিনেত্রী বলিউডে দাপিয়ে কাজ করছেন। তিনি মৌনী রায় (Mouni Roy)।
advertisement
1/6

বাঙালি অভিনেত্রী বলিউডে দাপিয়ে কাজ করছেন। তিনি মৌনী রায় (Mouni Roy)। শুক্রবার শেয়ার করলেন নিজের উইকেন্ড মুডের কাহিনি।
advertisement
2/6
সমুদ্রের নীল জলরাশিকে সাক্ষী করে মৌনী মাত করলেন শরীরী বিভঙ্গে। ছাই-রঙা বিকিনি পরে একেবারে মুহূর্তে ভাইরাল অভিনেত্রী।
advertisement
3/6
মালদ্বীপের বিচের ধারে এমন সুন্দর বিকিনি পরে ছুটি কাটাচ্ছেন মৌনী। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন নিজেই।
advertisement
4/6
রাফলড শোল্ডার বিকিনি টপ ও টাই-ডাই সারঙে দারুণ দেখাচ্ছে মৌনীকে। সঙ্গে ঝড় তুলেছে মৌনীর ফিগারও।
advertisement
5/6
কয়েকদিন আগে মালদ্বীপে নিজের জন্মদিন কাটাতে গিয়েছিলেন মৌনী। সেই সময়ও নিজের বিকিনি পরা নানা ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী।
advertisement
6/6
কাজের দিক থেকে অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' ছবিেত খুব শীঘ্রই দেখা যাবে মৌনীকে। সঙ্গে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রণবীর কাপুর ও আলিয়া ভাট।