advertisement
1/6

•• সিনেমা ইন্ডাস্ট্রিতে এখন বায়োপিক জ্বর। একের পর এক বায়োপিক হচ্ছে। সেই তালিকায় কখনও নাম আছে মহেন্দ্র সিং ধোনি,মেরি কম, মিলখা সিং। আবার মুক্তির অপেক্ষায় আছে ঝাঁসির রানির বায়োপিক ও সাইনা নেওয়ালের বায়োপিক। এদিকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির বায়োপিক হবে ওয়েব সিরিজে সেই কথা আগেই জানিয়েছিলেন বিদ্যা বালন। এবার তাঁর মাথায় নতুন পালক জুড়তে চলেছে। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/6
•• সূত্র মারফত জানা গিয়েছে যে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিখ্যাত অভিনেত্রী জয়ললিতার বায়োপিক বানাতে উদ্যোগী হয়েছেন তামিলের বিখ্যাত প্রযোজক ভিবরি মিডিয়া। তাঁরা ইতিমধ্যেই অভিনেত্রী সাবিত্রীর বায়োপিক বানিয়েছেন যেটা দর্শকের যথেষ্ট নজর কেড়েছে। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/6
•• এবার এনটি রামা রাও-এর বায়োপিক বানাচ্ছেন তাঁরা। সূত্র মারফত জানা গিয়েছে যে বায়োপিকে সাফল্য পেয়ে এবার জয়ললিতার বায়োপিক বানাতে চান তাঁরা। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/6
•• কারণ আঞ্চলিক স্তরে নেত্রী হিসাবে যথেষ্ট নাম করেছিলেন জয়ললিতা। প্রত্যেকটা মহিলার অনুপ্রেরণা জোগাবে তাঁর বায়োপিক। তাই এবার জয়ললিতার চরিত্রে দেখা যেতে পারে বিদ্যা বালনকে। সূত্র মারফত এও জানা গিয়েছে যে তিনটি ভাষায় নির্মিত হবে এই বায়োপিক। হিন্দি, তামিল ও তেলুগু। পরিচালনার দায়িত্বে থাকছেন প্রিয়দর্শিনী । ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/6
•• বিদ্যা এর আগে তামিলের বিখ্যাত অভিনেত্রী সিল্ক স্মিথার চরিত্র করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। তাছাড়াও এনটি রাও রামার বায়োপিকেও দেখা যাবে বিদ্যাকে। জয়ললিতার বায়োপিক নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হতে বাকি আছে। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/6
•• তবে জানা গিয়েছে, যে আগামী বছর ফেব্রুয়ারী মাসে অর্থাত্ জয়ললিতার জন্মদিন ২৪ তারিখ মুক্তি পেতে পারে এই বায়োপিক। ছবি: ইনস্টাগ্রাম ৷