প্রেমিকার কাছে প্রত্যাখিত হয়েছেন বহু বার, তবুও হাল ছাড়েননি বরুণ ধাওয়ান!
- Published by:Somosree Das
- news18 bangla
Last Updated:
সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে মুখ ফসকে বলেই দিলেন, "নাতাশা আমাকে তিন থেকে চার বার রিজেক্ট করেছে। তাই বলে আমি কিন্তু হাল ছাড়িনি"।
advertisement
1/6

প্রেম নিয়ে প্রকাশ্যে কথা বলতেই নস্ট্যালজিয়ায় ভেসে গেলেন বলিউডের মোস্ট চার্মিং অভিনেতা বরুণ ধাওয়ান। ফ্যাশন ডিজাইনার নাতাশা দালালের সঙ্গে সম্পর্ক তাঁর বহু দিনের। সে কথা জানতে কারোর আর বাকি নেই। তবে নাতাশা এবং তাঁর সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে মুখ ফসকে বলেই দিলেন, ‘’নাতাশা আমাকে তিন থেকে চার বার রিজেক্ট করেছে। তাই বলে আমি কিন্তু হাল ছাড়িনি’’।
advertisement
2/6
করিনা কাপূরের রেডিয়ো শো-তে এসে বরুণ অকপটে স্বীকার করলেন কিছু কথা। বরুণ এবং নাতাশা ছোটবেলার বন্ধু। একইসঙ্গে বড় হয়েছেন। প্রথম দেখা হয়, তখন তাঁরা দুজনেই ষষ্ঠ শ্রেণীতে পড়তেন। হ্যাঁ অবশ্য প্রেমটা করেছেন স্কুল জীবন পেরিয়ে। বন্ধুত্ব থেকে সম্পর্ক কখন প্রেমে পরিণত হয়েছে তা উভয়ের কেউই টের পাননি।
advertisement
3/6
স্কুল জীবনের সেই সব সেরা মুহূর্তের কথা মনে করে বরুণ বলেন, ‘’বাস্কেট বল খেলছি, পাশ দিয়ে হেঁটে যাচ্ছে নাতাশা। ওঁর চলা, ওঁর তাকানো, ওঁর কথা বলা সব কিছুই আমাকে মুগ্ধ করত। ওঁর দিকে তাকালেই আমি বুঝতাম আমি প্রেমে পড়ে গিয়েছি’’।
advertisement
4/6
অভিনেতা আরও জানিয়েছেন, বিয়ে নিয়ে তিনি কিন্তু বেশ আগ্রহী। একটা মানুষকে ভালবাসলে তাঁর সঙ্গে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। নিজের দাদা বউদি ও তাঁদের ছোট্ট মেয়েকে নিয়ে ভরা সংসার দেখে বরুণের আরও বেশি বিয়ের প্রতি আস্থা জন্মেছে।
advertisement
5/6
তাহলে কবে বিয়ে করছেন বরুণ? উত্তরে, ‘’আমি এখন আলাদা থাকি। আলাদা থাকার জন্য কিছু দিন আগে একটা জায়গা কিনেছি। নাতাশারও এই বিষয় নিয়ে আগ্রহ রয়েছে। আমরা একে অপরকে ভালবাসি। বিয়ে আমরা করবই। আমাদের দুজনের পরিবারই সেটা চায়। তবে কবে করব সেই নিয়ে এখনই কিছু ভাবিনি’’। তবে গুঞ্জন ছড়িয়েছিল এই বছরেই চার হাত এক হবে, তবে করোনার জন্য সব কিছুই মাটি হয়ে যায়।
advertisement
6/6
বরুণের পরবর্তী ছবি কুলি নম্বর ওয়ান। ডেভিড ধওয়ান পরিচালিত এই ছবিতে বরুণের সঙ্গে দেখা যাবে সারা আলি খানকে। ছবিটি এ মাসের ২৫ তারিখ অ্যামাজন প্রাইমে রিলিজ করা হবে। এ ছাড়াও বরুণ এখন ‘যুগ যুগ জিও’ ছবিতে শ্যুটিং করছেন। কিন্তু বরুণ করোনায় আক্রান্ত হওয়ার পর শ্যুটিং বন্ধ হয়ে যায়। আবার কবে শ্যুটিং শুরু হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।