Upcoming Bollywood movies: এই মাসে কী কী সিনেমা মুক্তি পেতে চলেছে জানেন? মাথা ঘুরে যাবে! বিরাট চমক
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Upcoming Bollywood movies: সিনেমাপ্রেমীদের জন্য জুলাই মাসে রয়েছে সুখবর! সিনেমা বা ওয়েব সিরিস দেখিয়েই কাটিয়ে দেওয়ার মতো আদর্শ মাস এটি।
advertisement
1/7

সিনেমাপ্রেমীদের জন্য জুলাই মাসে রয়েছে সুখবর! সিনেমা বা ওয়েব সিরিজ দেখিয়েই কাটিয়ে দেওয়ার মতো আদর্শ মাস এটি।
advertisement
2/7
আলিয়া ভাট এবং রণবীর সিং অভিনীত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ এই মাসে মুক্তি। সোনম কাপুরকেও বহুদিন পর আবার বড় পর্দায় দেখা যাবে। কী কী সিনেমা রয়েছে এই মাসে জেনে নিন এক এক করে...
advertisement
3/7
নিয়াত বিদ্যা বালান অভিনীত ‘নিয়াত’ মু্ক্তি পাবে ৭ জুলাই। তাঁকে গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে বিদ্যা বালান ছাড়াও দেখা যাবে রাম কাপুর, প্রাজকতা কলি, রাহুল বোস, নীরজ কবি এবং অন্যান্যদের।
advertisement
4/7
ব্লাইন্ড দ্বিতীয় গোয়েন্দা সিনেমা যা এই মাসে মুক্তি পাবে তা হল সোনম কাপুরের ‘ব্লাইন্ড’। দীর্ঘ বিরতির পর অভিনেত্রীর প্রত্যাবর্তন হচ্ছে এই ছবির মধ্যে দিয়ে। থ্রিলারটিতে পুরব কোহলি, বিনয় পাঠক, লিলেট দুবে এবং অন্যান্যরাও রয়েছে। ৭ জুলাই ওটিটি-তে মুক্তি পাবে এই সিনেমাটি।
advertisement
5/7
তরলা ৭ জুলাই ওটিটি-তে মুক্তি পাচ্ছে হুমা কুরেশি অভিনীত ছবি তরলা। চলচ্চিত্রটি একটি সেলিব্রিটি হোম শেফের জীবন এবং কর্মজীবন অনুসরণ করে তৈরি করা হয়েছে।
advertisement
6/7
বাওয়াল ২৭ জুলাই জাহ্নবী কাপুর এবং বরুণ ধাওয়ান অভিনীত সিনেমা ‘বাওয়াল’ মুক্তি পাবে। নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি একটি একটি মিষ্টি প্রেমের গল্প বলবে। আইকনিক সাল্লে গুস্তাভ আইফেল টাওয়ারে প্রথমবারের মতো বিশ্ব প্রিমিয়ার হবে এই সিনেমাটি।
advertisement
7/7
রকি অর রানি কি প্রেম কাহানি আলিয়া ভাট এবং রণবীর সিং অভিনীত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ বড় পর্দায় মুক্তি পাচ্ছে ২৮ জুলাই। ছবিটি একটি রোমান্টিক পারিবারিক ড্রামা। ‘গল্লি বয়’ ছবির পর ‘রকি অ্যান্ড রানিকি প্রেম কাহানি’ ছবির হাত ধরে দ্বিতীয়বার জুটি বাঁধতে চলেছেন রণবীর-আলিয়া।