সুশান্তের ব্যাঙ্ক থেকে ‘পূজা’ খাতে রিয়া টাকা নিতেন, কালা জাদুর জন্য বলে দাবি পরিবারের
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
এই অঙ্কটাও খুব একটা কম নয়। তিনবারে ওই টাকা তোলা হয় । ৪৫ হাজার, ৮৬ হাজার ও ৬০ হাজার তোলা হয়েছিল পূজোর সরঞ্জাম কেনার জন্য!
advertisement
1/6

• রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগের মধ্যে রয়েছে চাঞ্চল্যকর কালা জাদুর অভিযোগও । সুশান্তের পরিবার ও তাঁর কাছের মানুষদের দাবি, সুশান্তের উপর কালা জাদু করতেন রিয়া চক্রবর্তী । বিহার পুলিশের কাছে সুশান্তের দিদি মিতু জানিয়েছিলেন, রিয়া সম্বন্ধে এই তথ্য তাঁকে সুশান্তের পরিচারিকাই দিয়েছিলেন ।
advertisement
2/6
• এছাড়াও রিয়ার বিরুদ্ধে সুশান্তের টাকা তছরুপের অভিযোগও আনা হয়েছে । ফলে সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুলির বিস্তারিত তথ্য খতিয়ে দেখছে পুলিশ এবং ইডি । অ্যাকাউন্টে নজরদারি চালাতে গিয়ে দেখা গিয়েছে ‘পূজা’ খাতে সেখান থেকে টাকা তোলা হয়েছিল ।
advertisement
3/6
• এই অঙ্কটাও খুব একটা কম নয়। তিনবারে ওই টাকা তোলা হয় । ৪৫ হাজার, ৮৬ হাজার ও ৬০ হাজার তোলা হয়েছিল পূজোর সরঞ্জাম কেনার জন্য!
advertisement
4/6
• শুধু তাই নয়, পুজোর জন্য পণ্ডিতকে দেওয়া হয়েছিল ১১ হাজার টাকা ।
advertisement
5/6
• সুশান্তের পরিবারের দাবি, এই টাকা রিয়া কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক করার জন্যই সুশান্তের অ্যাকাউন্ট থেকে সরিয়েছিলেন ।
advertisement
6/6
• তাছাড়াও নায়কের পরিবারের অভিযোগ, ২০১৯-এ সুশান্তের অ্যাকাউন্টে ১৭ কোটি টাকা ছিল । মাসখানেকের মধ্যে সেখান থেকে ১৫ কোটি টাকা ট্রান্সফার হয়ে যায় । ইডি এই বিষয়টি এখন খতিয়ে দেখছে ।