TRENDING:

‌‘‌সুশান্তকে মারতে বন্দুক ব্যবহার করা হয়েছিল’, ‌NIA তদন্তের দাবি তুললেন স্বামী

Last Updated:
রোজই নতুন নতুন তত্ত্ব উঠে আসছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য নিয়ে। হত্যা না আত্মহত্যা, সেটাই এখন একমাত্র প্রশ্ন।
advertisement
1/5
‌‘‌সুশান্তকে মারতে বন্দুক ব্যবহার করা হয়েছিল’, ‌NIA তদন্তের দাবি তুললেন স্বামী
• এর মধ্যেই সুশান্তের মৃত্যু তদন্তে সিবিআই–এর পাশাপাশি NIA–কেও দায়িত্ব দেওয়ার কথা বললেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্র‌হ্মণ্যম স্বামী। তাঁর দাবি সুশান্তের শরীরে যে আঘাতের চিহ্ন আছে, তা থেকে স্পষ্ট তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আর সেই হত্যার জন্য ব্যবহার করা হয়েছে বিশেষ এক প্রকার অস্ত্র।
advertisement
2/5
• স্বামীর দাবি, এই অস্ত্রটি বা বন্দুকটি সরাসরি ভারতে এসেছে চোরাচালানের মাধ্যমে। তিনি ট্যুইটে লিখেছেন, ‘‌সুশান্তকে অচেতন করতে যে বন্দুক ব্যবহার করা হয়েছিল, সেটি নিয়ে পড়াশোনা করে দেখলাম, সেটি আরব সাগরের জলপথে লুকিয়ে চোরাচালান করা হয়েছে।’‌
advertisement
3/5
• তিনি দাবি করেছেন, ‘‌সুশান্তের শরীরে যে আঘাতের চিহ্ন রয়েছে, তা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওকে আগে পঙ্গু করে দেওয়ার মতো মারধর করা হয়েছিল। সেই জন্য ব্যবহার করা হয়েছিল ‘‌স্টান গান’‌। আর সেটিই এসেছে চোরাপথে। তাই এই তদন্তের ভার NIA–কেও দেওয়া উচিত।
advertisement
4/5
• সেই সঙ্গে তিনি হ্যাশট্যাগের মাধ্যমে রিয়া চক্রবর্তী ও আদিত্য ঠাকরেকে গ্রেফতার করার দাবিও জানিয়েছেন। তারপরেই স্বামীর এই ট্যুইটটি ভাইরাল হয়েছে দ্রুত। সেই কারণে পরে একই কথা রিট্যুইটও করেছেন তিনি।
advertisement
5/5
• সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য নিয়ে এখন তদন্ত করছে সিবিআই। পাশাপাশি, অর্থ তছরূপের একটি অভিযোগের তদন্ত করছে ইডি। সেখানে একাধিকবার রিয়া চক্রবর্তীর ডাকও পড়েছে। পাশাপাশি মৃত্যুর তদন্ত চালাচ্ছে মুম্বই পুলিশ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
‌‘‌সুশান্তকে মারতে বন্দুক ব্যবহার করা হয়েছিল’, ‌NIA তদন্তের দাবি তুললেন স্বামী
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল