TRENDING:

‘‌সবসময় ভয় পেতেন, বাঁচতে চাইতেন না সুশান্ত’‌, চিকিৎসকের দাবি পুলিশের কাছে

Last Updated:
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে একের পর এক নতুন তত্ত্ব উঠে আসছে।
advertisement
1/5
‘‌সবসময় ভয় পেতেন, বাঁচতে চাইতেন না সুশান্ত’‌, চিকিৎসকের দাবি পুলিশের কাছে
• ফের যেন জোরাল হতে শুরু করেছে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা প্রসঙ্গ। নতুন করে একের পর এক বয়ান উঠে আসছে, যাতে মনে হচ্ছে সুশান্ত অবসাদের কারণে আত্মঘাতী হয়েছিলেন। সম্প্রতি মুম্বইয়ের একটি হাসপাতালের দু’‌জন চিকিৎসক পুলিশের কাছে মুখ খুলেছেন। তাঁদের দাবি, শেষ দিকে প্রবল অবসাদে ভুগতেন সুশান্ত।
advertisement
2/5
• তাঁরা জানিয়েছেন, ২০১৯ সালের ২৭ নভেম্বর সুশান্তের ফোন থেকে একটি ফোন আসে। কথা বলেন শ্রুতি মোদি। তিনি সুশান্তের জন্য দুপুর ৩-টের সময় অ্যাপয়েন্টমেন্ট নেন। কিন্তু পরে সেটা বাতিল করে দেন। চিকিৎসক জানিয়েছেন, পরের দিন, অর্থাৎ ২৮ তারিখে তিনি সুশান্তের সঙ্গে প্রথম দেখা করেন।
advertisement
3/5
• তখন সুশান্ত হিন্দুজা হেলথ কেয়ার হাসপাতালের বিশেষ কেবিনে ভর্তি ছিলেন। সেই সময়ে চিকিৎসকে সুশান্ত বলেন, তাঁর ঘুম হচ্ছে না, এবং খেতে ইচ্ছা করছে না। জীবনের কিছুই তাঁর পছন্দ হচ্ছিল না। তিনি আর বাঁচতে চান না। সবসময় কিছুর একটা ভয় তাঁকে তাড়া করে বেড়ায়। চিকিৎসক জানিয়েছেন, তাঁর মনে হয়েছিল গভীর অবসাদ ও অ্যাংজাইটিতে ভুগছেন সুশান্ত।
advertisement
4/5
• তিনি আরও জানিয়েছেন, সুশান্ত নিজেই সেই সময়ে স্বীকার করেন, শেষ ১০ দিন ধরে তিনি অবসাদের লক্ষণ দেখতে পাচ্ছেন। কিন্তু চিকিৎসক পরীক্ষা করে বোঝেন, দীর্ঘদিন ধরে এই রোগে ভুগছেন তিনি। সমস্ত উপসর্গ সেই দিকেই ইঙ্গিত করছিল।
advertisement
5/5
• চিকিৎসক জানিয়েছেন, সুশান্তের কথা শুনেই স্পষ্ট হয়েছিল, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। কিন্তু কেন এই ঘটনা ঘটছিল তাঁর জীবনে, সেটা স্পষ্ট হয়নি। একাধিক ভিটামিন ও থাইরয়েডের ঘাটতির কারণে অনেকসময় অবসাদ তৈরি হয়। হিমোগ্লোবিনের অভাবেও তা হতে পারে। সেই সময়ে সুশান্তকে চিকিৎসক জিজ্ঞাসা করেন, 'তিনি কি আত্মহত্যাপ্রবণ হয়ে পড়ছেন', সুশান্ত বলেছিলেন, 'না।'
বাংলা খবর/ছবি/বিনোদন/
‘‌সবসময় ভয় পেতেন, বাঁচতে চাইতেন না সুশান্ত’‌, চিকিৎসকের দাবি পুলিশের কাছে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল