Bollywood Actor: বিবাহিত সুপারস্টার, একসঙ্গে দুই অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছিলেন পরকীয়ায়? জানতে পেরেই যা করেন স্ত্রী..
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
মিডিয়ার অন্দরে কান পাতলে অনেক সময়েই পরকীয়ার খবর শোনা যায়।
advertisement
1/9

প্রেম, বিয়ে বিচ্ছেদ। তারকাদের জীবনে এ যেন খুব চেনা কথা। কখনও বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে যাচ্ছে বিয়ে। আবার কখনও কখনও আঠারো থেকে সুখী দাম্পত্য জীবনেও পড়ছে ছেদ। আবার মিডিয়ার অন্দরে কান পাতলে অনেক সময়েই পরকীয়ার খবর শোনা যায়।
advertisement
2/9
বলিউড সুপারস্টারের পরকীয়ার খবরে সরগরম বলিউড। স্ত্রী'র সঙ্গে বিচ্ছেদের আগেই একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নায়ক। এমনকী শোনা যায় একই সঙ্গে একজন নয়, দু'জন অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে ছিলেনে তিনি।
advertisement
3/9
স্বামীর পরকীয়া ধরতে পেরেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন সুপারস্টারের স্ত্রী। একসময় সুপারস্টারের সঙ্গে তাঁর চর্চিত প্রেমিকার সম্পর্ক নিয়েও তোলপাড় হয়েছে বলিউড।
advertisement
4/9
বলিউডের গ্রীক গড হৃত্বিক রোশন তাঁর অভিনয় আর নাচের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় থাকেন। বহু নায়িকার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা যায়।
advertisement
5/9
একাধিক হিট ছবির নায়ক হৃত্বিক ২০০০ সালে প্রাক্তন স্ত্রী সুজান খানকে বিয়ে করেছিলেন। দম্পতির দুই পুত্র, রেহান এবং হৃদান। তবে সুখের সংসারে চিড় ধরতে শুরু করে ২০১০ সাল নাগাদ।
advertisement
6/9
মিডিয়া রিপোর্ট অনুসারে, হৃতিক রোশন ২০১০ সালের ‘কাইটস’ ছবির শ্যুটিংয়ের সময় স্প্যানিশ সুন্দরী বারবারা মোরির প্রেমে পড়েছিলেন। শোনা যায় যে, হৃতিক বারবারাকে হৃত্বিক ২ কোটি টাকার একটি বিলাসবহুল ভ্যানিটি ভ্যানও উপহার দিয়েছিলেন।
advertisement
7/9
তাঁর স্ত্রী সুজান যখন এসব কথা জানতে পারেন, তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। যদিও সুজান নিজে কখনও বিচ্ছেদের আসল কারণ স্পষ্ট করেন নি। তবে, হৃত্বিকের ‘পরকীয়ার গল্পের’ এখানেই শেষ নয়।
advertisement
8/9
মিডিয়ার অন্দরের খবর, বারবারার সঙ্গে সম্পর্ক থাকাকালীনই অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গেও ডেট করছিলেন অভিনেতা। কঙ্গনা ও হৃতিককে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল ‘কৃষ’ ছবিতে। ‘কাইটস’ হৃতিক-কঙ্গনা জুটির দ্বিতীয় ছবি।
advertisement
9/9
যদিও শেষপর্যন্ত এই দুই অভিনেত্রীর কারও সঙ্গেই বেশিদিন প্রেম টেকেনি হৃত্বিকের। বর্তমানে তিনি অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলেই খবর।