TRENDING:

Bollywood Actress: সুন্দরী নায়িকা থেকে সন্ন‍্যাসিনী! লাস‍্যময়ী মডেল, নামকরা ক্রিকেটরের সঙ্গে প্রেমের গুঞ্জন! হ‍ঠাত্‍ সব ছেড়ে কী করছেন নায়িকা? দেখলে চেনাই দায়

Last Updated:
Bollywood Actress: এই ব্রিটিশ-ভারতীয় মডেল বিগ বসের ঘর থেকে ব‍্যাপক জনপ্রিয়তা লাভ করেন। পরে তিনি অভিনয় জগতে প্রবেশ। আকর্ষণীয় চেহারা জন‍্য একসময় খ‍্যাতির শীর্ষে ছিলেন অভিনেত্রী।
advertisement
1/9
নায়িকা থেকে সন্ন‍্যাসিনী! ক্রিকেটরের সঙ্গে প্রেমের গুঞ্জন! এখন চেনাই দায়
গ্ল‍্যামার জগতে প্রবেশ আর টিকে থাকা মোটেই মুখের কথা নয়। সাগর পাড়ে অভিনেতা-অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে আসে বহু যুবক-যুবতী। কিন্ত অনেকেই অকালে হারিয়ে গিয়েছেন।
advertisement
2/9
বিশের দশকে বহু ইউরোপিয়ান মডেল এবং নৃত্যশিল্পী ভারতে এসেছিলেন বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করার প্রচেষ্ঠায়। ইয়ানা গুপ্তা থেকে নিগর খান, তালিকায় রয়েছে বহু নাম। তেমনই এক জনপ্রিয় অভিনেত্রী হারিয়ে গিয়েছেন বলিউডে তারকাদের ভিড়ে।
advertisement
3/9
এই ব্রিটিশ-ভারতীয় মডেল বিগ বসের ঘর থেকে ব‍্যাপক জনপ্রিয়তা লাভ করেন। পরে তিনি অভিনয় জগতে প্রবেশ। আকর্ষণীয় চেহারা জন‍্য একসময় খ‍্যাতির শীর্ষ ছিলেন অভিনেত্রী।
advertisement
4/9
অভিনেত্রীর জীবন নিয়ে চর্চাও হয়েছে প্রচুর। তাঁর প্রেমের খবরেও একসময় মশগুল সিনে জগত। ভারতের তাবড় তাবড় ক্রিকেটরদের সঙ্গেও নাম জড়িয়েছে অভিনেত্রীর।
advertisement
5/9
নায়িকার জীবনেও উঠেছে বহু ঝড়। ছোটবেলাতেই নাকি তাঁকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়, এমন দাবিও করেন তিনি। কয়েক বছর পরেই গ্ল‍্যামার জগতকে বিদায় জানিয়ে সন্ন‍্যাসিনী হয়ে যান নায়িকা।
advertisement
6/9
ভারতীয় এবং পাকিস্তানের বংশদ্ভুত অভিনেত্রী সোফিয়া হায়াতের জন্ম এবং বেড়ে ওঠা ব্রিটেনে। তিনি জানান, তাঁর পরিবার ছিল রক্ষণশীল। গ্ল‍্যামার জগতে প্রবেশ করে খুব তাড়াতাড়ি খ‍্যাতি অর্জন করেন নায়িকা। সুপারমডেল হিসেবে পরিচিতি পান। ২০১৩ সালে বিগ বস(সাত)-এর ঘরে প্রবেশ করেই বলিউডে খ‍্যাতি পান সোফিয়া।
advertisement
7/9
সোফিয়া বিগ বসে থাককালীনই নায়িকার সঙ্গে ক্রিকেটর রোহিত শর্মার সঙ্গে সম্পর্কে গুঞ্জন শোনা যায়। পরে বিরাট কোহলির সঙ্গেও তাঁর সম্পর্ক নিয়ে চর্চা হয়। যদিও এসমস্তই গুঞ্জন। কোনও সত‍্যতা নেই। বেশ কিছু ছবিতেও কাজ করেছিলেন সোফিয়া। ‘ক্যাশ অ্যান্ড কারি’, ‘সিক্স এক্স’ এবং ‘আকসার২’ মতো বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে খুব তাড়াতাড়ি তিনি
advertisement
8/9
বেশ কিছু ছবিতেও কাজ করেছিলেন সোফিয়া। ‘ক্যাশ অ্যান্ড কারি’, ‘সিক্স এক্স’ এবং ‘আকসার২’ মতো বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে খুব তাড়াতাড়ি তিনি
advertisement
9/9
২০১৬ সালে সোফিয়া গ্ল্যামারের জগতকে বিদায় জানিয়ে সন্ন‍্যাসিনী হয়ে যান। এমনই দাবি সোফিয়ার। পরে এক রোমানিয়ান ব‍্যবসায়ীকে বিয়ে করেন সোফিয়া। কিন্তু এই বিয়ের আয়ু ছিল মাত্র ১ বছর। বর্তমানে সোফিয়া একজন ফিটনেস মডেল এবং সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয়।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Actress: সুন্দরী নায়িকা থেকে সন্ন‍্যাসিনী! লাস‍্যময়ী মডেল, নামকরা ক্রিকেটরের সঙ্গে প্রেমের গুঞ্জন! হ‍ঠাত্‍ সব ছেড়ে কী করছেন নায়িকা? দেখলে চেনাই দায়
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল