TRENDING:

Bollywood Gossip: অভাবে রোজগারের জন্য শুরু করেছিলেন গান, তাতেই বদলাল ভাগ্য, এখন ১০০ কোটির মালকিন এই বলি গায়িকা

Last Updated:
Neha Kakkar Birthday : খুব পরিশ্রম করে ইন্ডাস্ট্রিতে বিশেষ জায়গা করে নিয়েছেন এই গায়িকা। তবে জীবনের যাত্রা মোটেই এত সহজ ছিল না।
advertisement
1/8
অভাবে আয়ের জন্য শুরু করেন গান,তাতেই বদলাল ভাগ্য,১০০ কোটির মালকিন এই বলি গায়িকা
বলিউডের প্রথম সারির গায়িকাদের মধ্যে একজন তিনি। তাঁর প্রতিটি গান রিলিজের পরই ট্রেন্ডিং হয় সোশ্যাল মিডিয়া, ইউটিউবে৷ গানের তালিকায় সুপার হিট বহু তাঁর গাওয়া গান। আর উপার্যন প্রচুর৷ খুব পরিশ্রম করে ইন্ডাস্ট্রিতে বিশেষ জায়গা করে নিয়েছেন এই গায়িকা। তবে জীবনের যাত্রা মোটেই এত সহজ ছিল না।
advertisement
2/8
ছোটবেলা থেকেই প্রচুর সংগ্রাম করে বড় হয়েছেন। মাত্র ৪ বছর বয়সে জাগরণে গান গাওয়া শুরু করেন। আজ তার ৩৬ তম জন্মদিন উদযাপন করছেন গায়িকা। জেনে নিন তাঁর জীবনের কাহিনি, অনেকের কাছে তা অনুপ্ররণার হবে৷
advertisement
3/8
এই গায়িকা হলেন নেহা কক্কর৷ ছোট খাট চেহারার এই মেয়ের খ্যাতি বিশ্বজোরা৷ খুব অল্প বয়সে গান গাওয়া শুরু করেন নেহা। মাত্র ৪ বছর বয়সে পাড়ায় পাড়ায় গান গাইতেন তিনি৷ পূজোর জন্য যে গান হয়, বা জাগরণে গান গাইতেন তিনি।
advertisement
4/8
তবে সেই গান গাওয়া শখে নয়, অভাবের কারণে৷ শুরুতে তিনি সন্ধ্যায় শুধু ভজন গাইতেন। ৪ থেকে ১৬ বছর বয়স পর্যন্ত নেহা শুধু জাগরণে গান গেয়েছেন। সংসারের খরচ মেটাতে বাবাকে সাহায্য করতেই নেহা এই কাজটি করতেন।
advertisement
5/8
এরপর তিনি রিয়ালিটি শো-তে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন৷ সেখান থেকেই জীবন বদলাতে শুরু করে তাঁর৷ নেহা চেয়েছিলেন যে সাধারণ মানুষ তাঁকে চিনুক এবং শিল্পী হিসেবে তাঁর নাম হোক৷ নেহা ইন্ডিয়ান আইডলে নির্বাচিত হন৷ কিন্তু লোকেরা তাঁকে খুব বেশি পছন্দ করেনি৷ যার কারণে তাঁকে খুব শীঘ্রই শো থেকে বের করে দেওয়া হয়।
advertisement
6/8
কিন্তু ভাগ্য বদলাতে সময় লাগে না। বহু বছর পরে, জনপ্রিয় গায়িকা হয়ে তিনি ফিরে আসেন সেই মঞ্চে যেখান থেকে তাঁকে একদিন বিদায় নিতে হয়েছিল৷ আজ তাঁকে একই অনুষ্ঠানের বিচারক হিসেবে দেখা যায়।
advertisement
7/8
ককটেল ছবির সেকেন্ড হ্যান্ড জাওয়ানি গানের মাধ্যমে বলিউডে পরিচিতি পান নেহা কক্কর। এরপর থেকে ক্যারিয়ারে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
advertisement
8/8
তাঁর প্রতিটি গানই হিট হয়েছে। সানি সানি, লন্ডন ঠুমকাদা, কালা চশমা, আঁখ মেরে-এর মতো অনেক সুপারহিট গান গেয়েছেন নেহা। একদিন অভাবের জন্য যে ছোট বাচ্চাকে কাজ করতে হত, আজ তাঁরই সম্পত্তির পরিমাণ ১০০ কোটির উপর৷ নেহার ৩৬ তম জন্মদিনে অনেক শুভেচ্ছা৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Gossip: অভাবে রোজগারের জন্য শুরু করেছিলেন গান, তাতেই বদলাল ভাগ্য, এখন ১০০ কোটির মালকিন এই বলি গায়িকা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল