Shilpa Shetty| Raj Kundra|| পর্নকাণ্ডে ছারখার জীবন! অবশেষে সন্তানদের জন্য চরম সিদ্ধান্ত নিলেন শিল্পা শেঠি...
- Published by:Shubhagata Dey
Last Updated:
Shilpa Shetty: সন্তানদের জন্য চরম সিদ্ধান্ত নিলেন শিল্পা শেঠি। এখন মরিয়া হয়ে বলিউডে আরও বেশি কাজ খুঁজছেন নায়িকা। আশ্বাসের হাত বাড়িয়ে দিয়েছেন অনুরাগ বসু (Anurag Basu) ও প্রিয়দর্শন (Priyadarshan)।
advertisement
1/8

*কিছু দিন আগেই পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেফতার হন রাজ কুন্দ্রা (Raj Kundra)। এমনিতে হয় তো এতটা প্রচারের আলো এই বিষয়ে পড়ত না, যদি না তিনি নায়িকা শিল্পা শেঠি কুন্দ্রার (Shilpa Shetty Kundra) স্বামী হতেন। ছবিঃ সংগৃহীত।
advertisement
2/8
*এই কাণ্ডে এখনও পর্যন্ত শিল্পার সরাসরি কোনও যোগাযোগ খুঁজে পাওয়া যায়নি। উল্টে রাজ তাঁর স্বামী বলে নায়িকার কাছ থেকে হাতছাড়া হয়েছে অনেক ব্র্যান্ডের বিজ্ঞাপন ও রিয়্যালিটি শোয়ের কাজ। সব চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হল এই বিষয়ে শিল্পার পাশে দাঁড়িয়েছেন হাতে গোনা গুটিকয় তারকা। বেশিরভাগ তারকাই সৌজন্যমূলক নীরবতা দেখিয়ে শিল্পাকে এড়িয়ে গিয়েছেন। ছবিঃ সংগৃহীত। ছবিঃ সংগৃহীত।
advertisement
3/8
*বিপদের দিনে বলিউড যে কতটা দুঃসহ হতে পারে সেই কদর্য চেহারা শিল্পা হাড়ে হাড়ে বুঝেছেন। সম্ভবত সেই সব কিছু আঁচ করেই শিল্পা সিদ্ধান্ত নিয়েছেন রাজের থেকে বিচ্ছেদ নেওয়ার। ছবিঃ সংগৃহীত।
advertisement
4/8
*শিল্পার এক ঘনিষ্ঠ বন্ধুর সূত্রে এই খবর জানা গিয়েছে। অনেকেই জানেন যে সমুদ্রের ধারে শিল্পার বিলাসবহুল একশো কোটির বাংলোয় যখন তল্লাশি চলছিল, তখন দুঁদে অফিসারদের সামনেই কান্নায় ভেঙে পড়েন শিল্পা। ক্রমাগত দোষারোপ করেন স্বামীকে। এত অর্থ এবং এত প্রাচুর্য থাকার পরেও কেন এই জঘন্য কাজে রাজ লিপ্ত হলেন সেটা জানতে চান তিনি। এই কাণ্ড নিয়ে যখন চাপানউতোর চলছে তখন সোশ্যাল মিডিয়াতেও কিছু দিন নীরব ছিলেন তিনি। ছবিঃ সংগৃহীত।
advertisement
5/8
*পরে ছেলে ভিভানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবি থেকে ইঙ্গিত স্পষ্ট ছিল যে একা পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন। সেই ঘনিষ্ঠ বন্ধু এও জানিয়েছেন যে শিল্পা, তাঁর পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু মহলের কাছে রাজের এ হেন কীর্তি খুবই লজ্জাজনক। ছবিঃ সংগৃহীত।
advertisement
6/8
*এক সময়ে রাজের কাছ থেকে দামি হিরের আংটি বা বিলাসবহুল ফ্ল্যাট পেয়ে খুশি হতেন শিল্পা। এখন তাঁর মনে হচ্ছে যে সেই সব উপহার এই বাজে কাজ থেকেই এসেছে। ছবিঃ সংগৃহীত।
advertisement
7/8
*পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে আন্দাজ করা যায় যে এই চক্র থেকে আপাতত রাজের মুক্তি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। উল্টে যত দিন যাচ্ছে, জটিলতা আরও বাড়ছে। শিল্পা বিচক্ষণ মানুষ। তাই আর দেরি না করে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ছেলেমেয়েদের উপর যাতে এই নিয়ে কোনও কুপ্রভাব না পড়ে সেই জন্যই এই সিদ্ধান্ত তাঁর। ছবিঃ সংগৃহীত।
advertisement
8/8
*শিল্পা নিজেও যথেষ্ট টাকা উপার্জন করেন। ফলে রাজের রোজগার করা এক পয়সাও ছেলেমেয়েদের জন্য খরচ করতে নারাজ তিনি। এখন মরিয়া হয়ে বলিউডে আরও বেশি কাজ খুঁজছেন নায়িকা। আশ্বাসের হাত বাড়িয়ে দিয়েছেন অনুরাগ বসু (Anurag Basu) ও প্রিয়দর্শন (Priyadarshan)। ছবিঃ সংগৃহীত।