TRENDING:

কোলে সদ্যোজাত শিশুকন্যা নিয়ে প্রথমবার ক্যামেরার সামনে এলেন ৪৪ বছরের মা শিল্পা শেট্টি

Last Updated:
নিজের যখন ২১ বছর বয়স তখনই এই নামটা ঠিক করেছিলেন শিল্পা ৷ সংস্কৃতে 'সা' মানে 'পাওয়া' আর 'মিশা'-র অর্থ ‘ঈশ্বর-সম কেউ’। এটি একটি রাশিয়ান শব্দ ৷
advertisement
1/12
কোলে সদ্যোজাত শিশুকন্যা নিয়ে প্রথমবার ক্যামেরার সামনে এলেন ৪৪ বছরের মা শিল্পা
• কুন্দ্রা, শেট্টি পরিবারে এখন খুশির হাওয়া। ফের মা হয়েছেন এক সময় বিটাউন কাঁপানো অভিনেত্রী শিল্পা শেট্টি। শিল্পা-রাজ কুন্দ্রার কোল আলো করে এসেছে তাঁদের দ্বিতীয় সন্তান। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/12
• শিল্পা আর রাজের প্রথম সন্তান ভিয়ান। এবার দম্পতির জীবনে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/12
• শিল্পা আর রাজ তাঁদের সদ্যোজাত মেয়ের নাম রেখেছেন সামিশা শেট্টি কুন্দ্রা। ইনস্টাগ্রামে শিল্পা সদ্যজাতর খুদে হাতের ছবি পোস্ট করে এই সুখবর প্রকাশ্যে আনেন তাঁরা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/12
• সারোগেসির মাধ্যমে ফের মা-বাবা হয়েছেন রাজ-শিল্পা। শুক্রবার, ২১ ফেব্রুয়ারি রাজ-শিল্পা এই সুখবর সোশ্যাল মিডিয়ায় জানান। গত ১৫ ফেব্রুয়ারি জন্ম হয় সামিশার। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/12
• ২০০৯ সালে বিয়ে করেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। ২০১২ সালে ৩৭ বছর বসয়ে তাঁদের জীবনে আসে প্রথম সন্তান, ভিয়ান। এরপর কেটে গিয়েছে ৮ বছর ! ফের এল সুখবর! এবার শিল্পা-রাজের জীবনে এল ফুটফুটে এক কন্যা সন্তান। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/12
• সম্প্রতি মুম্বই মিরর-কে দেওয়া একটি সাক্ষাৎকারে শিল্পা জানান, আজ থেকে প্রায় ২৩ বছর আগে শিল্পা ভেবে রেখেছিলেন মেয়ে হলে নাম রাখবেন সামিশা। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/12
• বরাবরই কন্যাসন্তান বড্ড প্রিয় অভিনেত্রীর। চাইতেন একটি মেয়ে আসবে তাঁর কোল আলো করে ৷ অবশেষে সেই ইচ্ছা পূর্ণ হয়েছে তাঁর ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
8/12
• নিজের যখন ২১ বছর বয়স তখনই এই নামটা ঠিক করেছিলেন শিল্পা ৷ সংস্কৃতে 'সা' মানে 'পাওয়া' আর 'মিশা'-র অর্থ ‘ঈশ্বর-সম কেউ’। এটি একটি রাশিয়ান শব্দ ৷ শিল্পা বলেন, এককথায় সামিশা আমাদের বাড়ির লক্ষ্মী। আমাদের পরিবারকে সম্পূর্ণ করেছে ও। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
9/12
• এই প্রথমবার সামিশা’কে নিয়ে ক্যামেরার সামনে এলেন শিল্পা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
10/12
• সোমবার, ছেলে ভিয়ান, স্বামী রাজ ও মেয়ে সামিশার সঙ্গে দেখা যায় শিল্পাকে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
11/12
• হাসপাতালে রুটিন চেকআপে গিয়েছিলেন তাঁরা ৷ বেবি-পিঙ্ক রঙের তোয়ালেতে মোড়া ছিল ছোট্ট সামিশা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
12/12
• অন্যদিকে, শিল্পা পরেছিলেন হালকা পিচ রঙের মিডি ড্রেস ৷ সঙ্গে মানানসই সানগ্লাস ৷ রাজ আর ভিয়ান ম্যাচিং করে ব্লু ডেনিম আর সাদা টি-শার্ট পরেছিলেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
কোলে সদ্যোজাত শিশুকন্যা নিয়ে প্রথমবার ক্যামেরার সামনে এলেন ৪৪ বছরের মা শিল্পা শেট্টি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল