TRENDING:

Sherlyn Chopra: যৌন ও মানসিক নির্যাতনের অভিযোগ! রাজ-শিল্পার নামে FIR শার্লিন চোপড়ার...

Last Updated:
Sherlyn Chopra: আবারও আইনি গেরোয় শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। পাল্টা চাপের মুখে শার্লিন চোপড়াও।
advertisement
1/10
যৌন ও মানসিক নির্যাতনের অভিযোগ! রাজ-শিল্পার নামে FIR শার্লিন চোপড়ার...
পর্ন ভিডিও মামলায় আবারও আইনি গেরোয় শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। জানা গিয়েছে, শার্লিন চোপড়া(Sherlyn Chopra) শিল্পার স্বামী রাজের নামে FIR দায়ের করেছেন জুহু থানায়। সেই এফআইআরে নাম রয়েছে শিল্পা শেট্টি কুন্দ্রারও। তারকা দম্পতির প্রতি শার্লিনের অভিযোগ, তাঁর ওপর যৌন ও মানসিক নির্য়াতন করেছেন তাঁরা।
advertisement
2/10
এই প্রসঙ্গে সংবাদসংস্থা ANI-কে শার্লিন চোপড়া জানিয়েছেন, ‘গত ১৪ অক্টবর আমি এফআইআর দায়ের করেছি রাজ কুন্দ্রার বিরুদ্ধে। তিনি আমার উপর যৌন নির্যাতন তো করেছেনই, একই সঙ্গে আমাকে ঠকিয়েছেন এবং হুমকিও দিয়েছেন।’
advertisement
3/10
এর আগেও চলতি বছরেই রাজের নামে একটি এফআইআর করেছিলেন শার্লিন। যেখানে শার্লিনের দাবি ছিল রাজ কুন্দ্রা তাঁর সঙ্গে জোর করে ঘনিষ্ঠ হওয়ার, তাঁকে চুমু করার চেষ্টা করেছিল।
advertisement
4/10
নিজেকে বাঁচাতে সেই সময় বাথরুমে আশ্রয় নিতে হয় তাঁকে। সঙ্গে শার্লিনের দাবি ছিল, সেই সময় রাজ জানিয়েছিলেন শিল্পার সঙ্গে তাঁর সম্পর্ক মোটেও ঠিক নয়।
advertisement
5/10
রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্ন ছবি তৈরির অভিযোগের মামলায় সাক্ষী হিসেবে নিজের বয়ান দিয়েছেন তিনি। শার্লিনের দাবি, তিনি চান যেই সমস্ত নিরীহ মেয়েকে দিয়ে জোর করে পর্ন ছবিতে অভিনয় করানো হয়েছে, তাঁরা ন্যায়বিচার পাক। দোষীর শাস্তি হোক।
advertisement
6/10
রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্ন ছবি তৈরির অভিযোগের মামলায় সাক্ষী হিসেবে নিজের বয়ান দিয়েছেন তিনি। শার্লিনের দাবি, তিনি চান যেই সমস্ত নিরীহ মেয়েকে দিয়ে জোর করে পর্ন ছবিতে অভিনয় করানো হয়েছে, তাঁরা ন্যায়বিচার পাক। দোষীর শাস্তি হোক।
advertisement
7/10
যাতে বলা হয়েছে, ‘জনসমক্ষে আমাদের বিরুদ্ধে শার্লিন চোপড়া যা বলবেন তা মানহানি হিসেবেই ধরা হবে এবং সেটা করে আদালতের নির্দেশের অবমাননা করবেন। মন্তব্যের জন্যে শার্লিন চোপড়াকে আইনি জটিলতায় পড়তে হবে।’
advertisement
8/10
প্রসঙ্গত, সম্প্রতি শাহরুখ পুত্র আরিয়ান খান গ্রেফতার হওয়ার পরই ফের একবার বলিউডে মাদক নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। সুনীল শেট্টি থেকে পূজা ভাট, সুজান খান, সুচিত্রা কৃষ্ণমূর্তি এবং বলিউডের অন্যান্য তারকাদের শাহরুখ এবং আরিয়ানকে সমর্থন করতে দেখা গেলেও সেইসময় শার্লিন চোপড়া একটি পুরানো সাক্ষাৎকারের ভিডিয়ো ট্যুইট করেন। সেখানে তিনি শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) পার্টি সম্পর্কে উল্লেখ করেন।
advertisement
9/10
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি কলকাতায় গিয়েছিলাম, ম্যাচ দেখেছিলাম, সেই রাতে কেকেআর জিতেছিল। জয়ের পর উদযাপনের জন্য একটি পার্টি রাখা হয়েছিল। সেই রাতে KKR এর খেলোয়াড়, তাদের বান্ধবী, শাহরুখ খান, শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু, তার স্ত্রী, সবাই পার্টি করছিল।
advertisement
10/10
ধীরে ধীরে দেখলাম ধোঁয়া হচ্ছে। এছাড়াও কিছু অন্যান্য পদার্থ খাওয়া হচ্ছে’। শার্লিনের এই মন্তব্য মাদক নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দেয়। এবার রাজ-শিল্পার বিরুদ্ধে পর্নোগ্রাফি ভিডিও সংক্রান্ত ইস্যুতে তাঁর অভিযোগ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিল এই মডেল অভিনেত্রীকে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Sherlyn Chopra: যৌন ও মানসিক নির্যাতনের অভিযোগ! রাজ-শিল্পার নামে FIR শার্লিন চোপড়ার...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল