শুভ জন্মদিন বাদশা ! দেখুন 'মিডনাইট সেলিব্রেশন'-এর সম্পূর্ণ অ্যালবাম
Last Updated:
advertisement
1/6

শুভ জন্মদিন কিং খান! ৫৩-এ পা দিলেন বলিটাউনের এক ও একমাত্র বেতাজ বাদশা শাহরুখ। বলা বাহুল্য, আজকের দিনটা বলিটাউন ও খান ভক্তদের কাছে উৎসব! Photo Source: Collected
advertisement
2/6
গতকাল সন্ধে থেকেই 'মন্নত'-এর বাইরে ফ্যানেদের ঢল নেমেছিল। মধ্যরাতে বাদশাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। বরাবরের মতো এবারও কাউকে নিরাশ করলেন না খান! ঠিক মধ্যরাতে, 'মন্নত'-এর ছাদে দেখা মিলল শাহরুখের! হাসিমুখে ভক্তদের ধন্যবাদ জানালেন, রাখলেন তাঁদের নানা আবদার! Photo Source:Instagram
advertisement
3/6
মধ্যরাত থেকেই 'মন্নত'-এ পার্টি শুরু! ছিলেন সুহানা, গৌরী আর করণ জোহর। গৌরীকে কেক খাওয়ানোর মিষ্টি মুহূর্তটি ফ্রেমবন্দি করলেন করণ। Photo Source: Instagram
advertisement
4/6
সোশ্যাল মিডিয়ায় এসআরকে জন্মদিনের সুন্দর কয়েকটি মুহূর্তর ছবির কোলাজ পোস্ট করে লেখেন, '' বউকে কেক খাওলাম, মন্নত-এর বাইরে ফ্যানেদের সঙ্গে দেখা করলাম, এখন আমার মেয়েদের সঙ্গে মোনো ডিল খেলছি। সত্যি খুব 'হ্যাপি' জন্মদিন পালন করছি! এত ভালবাসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।'' Photo Source: Instagram
advertisement
5/6
ফ্যানদের জন্য এসআরকে-র উপহার, আজই রিলিজ করছে 'জিরো'র ট্রেলার। 'গালা' একটি অনুষ্ঠানে হাজির থাকবেন কিং খান, পরিচালক আনন্দ এল রাই, অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কেফ! Photo Source: Instagram
advertisement
6/6
প্রত্যেকবছরই এই দিনটা বিশেষভাবে সেলিব্রেট করে গোটা 'খান' খানদান। গতবার শাহরুখের জন্মদিনের সেলিব্রেশন হয়েছিল মুম্বই থেকে কিছু দূরে আলিবাগের বাংলোয়। তবে এবার বাদশার জন্মদিনের আসর 'মন্নত'-এই। খান পরিবারের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছিলেন, 'জিরো'র প্রোমোশনে ব্যস্ত শাহরুখ, কাজেই দূরে কোথাও না, 'মন্নত'-এই জন্মদিনের পার্টি করতে চান। Photo Source: Collected