‘লজ্জা করে না? মহরমের মাসে গণেশ পুজো করছেন?’, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড সারা আলি খান
Last Updated:
advertisement
1/7

• সেলিব্রিটিদের জ্বালা কম নয় ৷ এগলেও বিপদ, পিছলেও ৷ পান থেকে চুন খসলেই হল ৷ ট্রোলড হতে হয় তারকাদের ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/7
• তেমনই গণেশ চতুর্থীতে গণেশ পুজোর ছবি শেয়ার করে নেটিজেনদের রোষের মুখে পড়তে হল সইফকন্যা সারা আলি খানকে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/7
• সালোয়ার কমিজ পরে গণপতি বাপ্পার সঙ্গে ছবি শেয়ার করেছিলেন সারা ৷ কিন্তু মুসলিম হয়েও কেন তিনি গণেশ পুজোয় সামিল হয়েছেন, তা নিয়েই শুরু হয়ে যায় বিতর্ক ৷ ব্যাপকভাবে আক্রমণ করা হয় সারাকে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/7
• যদিও বি-টাউনে অন্য ধর্মের তারকাদের গণেশ পুজো নতুন কিছু নয় ৷ সলমন খানের গণেশ পুজো তো বহু বছরের পুরনো ৷ আর তার জাঁকও দেখার মতো ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/7
• বলিউডের এই প্রজন্মের মধ্যে সারাকে সবচেয়ে প্রমিসিং অভিনেত্রী বলা যায় ৷ কিন্তু গণেশ পুজোর ছবি শেয়ার হতেই ক্ষেপে ওছেন নেটিজেনদের একাংশ ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/7
• অনেকেই বলতে থাকেন, কেন একজন মুসলিম হয়ে এ কাজ তিনি করেছেন ? মহরমের মাসের লজ্জা তিনি! ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/7
• তবে সারার পক্ষেও কথা বলেন অনেকে ৷ অনেকেই বলেন ধর্মনিরপেক্ষতাই আমাদের প্রকৃত ধর্ম ৷ সারা ঠিকই করেছেন ৷ তবে এ বিষয়ে মুখ খোলেননি নায়িকা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷