অর্পিতা খানের ছেলে আহিলকে পোলিও আক্রান্ত বলে কটাক্ষ নেটিজেনদের! কী বললেন সলমনের বোন?
- Published by:Simli Raha
Last Updated:
advertisement
1/6

• তারকাদের আজকাল ট্রোল হতে হয় নানা বিষয়ে ৷ বাদ যায় না স্টার কিডরাও ৷ এবার সেই তালিকাভুক্ত হতে হল সলমন খানের বোন অর্পিতা খানের ছেলে আহিল শর্মাকেও ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/6
• সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি আহিলকে পোলিও আক্রান্ত বলে কটাক্ষ করেন নেটিজেনরা ৷ সঙ্গে সঙ্গে তাঁর তীব্র নিন্দা করে পোস্ট করেন অর্পিতা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/6
• সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি আহিলকে পোলিও আক্রান্ত বলে কটাক্ষ করেন নেটিজেনরা ৷ সঙ্গে সঙ্গে তাঁর তীব্র নিন্দা করে পোস্ট করেন অর্পিতা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/6
• সম্প্রতি ছিল আহিলের জন্মদিন ৷ সেই উপলক্ষ্যে দাদু সেলিম খান কেক কাটছিলেন ৷ সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন অর্পিতা ৷ ভিডিও দেখে কেউ কেউ বলতে শুরু করেন আহিলকে দেখে পোলিও বেবি মনে হচ্ছে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/6
• সঙ্গে সঙ্গে এর প্রত্যুত্তরে অর্পিতা লেখেন, অন্তত এই ধরনের নেগেটিভ বক্তব্য থেকে বাচ্চাদের দূরে রাখা উচিত ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/6
• পরে আবারও ট্রোলিংয়ের উত্তরে কড়া ভাষায় আর একটি পোস্ট করেন অর্পিতা ৷ সেখানেও তাঁর বক্তব্য, ‘‘যাঁদের কোনও কাজ নেই, যাঁরা হিনমন্যতায় ভোগেন, যাঁরা হিংসে করেন, তাঁদের বলছি নিজেদের সময় এভাবে নষ্ট করবেন না....৷’’ ছবি: ইনস্টাগ্রাম ৷