‘সুশান্তকে জোর করে ওষুধ খাওয়াতেন রিয়া ও তাঁর বন্ধুরা’, বললেন সুশান্তের বন্ধু
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
সুশান্তের মৃত্যুর সঙ্গেও কি মাদক যোগ রয়েছে? সেটাই এখন বোধহয় সবচেয়ে বড় প্রশ্ন
advertisement
1/5

• সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য প্রতিদিন যেন একটু একটু করে আরও জটিল হচ্ছে। এখন দেশের মানু্ষের মনে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, তাহলে কি মাদক নেওয়ার সঙ্গে সুশান্তের মৃত্যুর কোনও যোগ রয়েছে? না হলে তদন্তের এই দিকটি কেন এভাবে খতিয়ে দেখা হচ্ছে?
advertisement
2/5
• সেই প্রশ্নটাই কিছুটা উস্কে দিয়েছে একটি জাতীয় সংবাদ মাধ্যমের খবর। একদিকে যখন রিয়া চক্রবর্তী স্বীকার করেছেন, মাদক লেনদেনে তাঁর হাত ছিল। গ্রেফতার করা হয়েছে রিয়ার ভাই শৌভিককে, তখনই সুশান্তের এক বন্ধু বিস্ফোরক দাবি করেছেন।
advertisement
3/5
• তিনি বলেছেন, সুশান্তের আসে পাশে রিয়া ও তাঁর কাছের বন্ধুরা থাকলে তাঁরা মাদকের নেশা করতেন। সেই সঙ্গে সুশান্তকেও নেশা করতে বাধ্য করতেন। কিছুটা বাধ্য করেই সুশান্তকে মাদকের নেশা ধরিয়ে দেওয়া হয়েছিল।
advertisement
4/5
• তিনি দাবি করেছেন, সুশান্তের বিষয় সম্পত্তি দেখভাল করতেন রিয়া চক্রবর্তী। অর্থ লেনদেনের বিষয়টিও তাঁর হাতেই ছিল। সুশান্তকে মাদক পৌঁছে দিতেন তিনি ও তাঁর কাছের বন্ধুরা। জোর করে মাদক খাওয়াতেন।
advertisement
5/5
• যদিও এটি এখনও কেবলমাত্র একটি দাবি। এখনও এই দাবির সত্যতা যাচাই করেনি পুলিশ। তবে একথা পুলিশও জানিয়েছে, যে রিয়া, তাঁর ভাই, বাবা, মাদক লেনদেনের বিষয়ে জড়িয়ে ছিলেন। রিয়া নিজেও সেটা স্বীকার করেছেন।