চেন দিয়ে বেধে রাখা থেকে টাকা হাতানোর গুচ্ছ গুচ্ছ অভিযোগে মামলা, সুপ্রিম কোর্টের দ্বারস্থ রিয়া চক্রবর্তী
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
advertisement
1/8

*সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত বিহার থেকে মুম্বইতে স্থানান্তরের জন্য বুধবার সুপ্রিম কোর্টে আবেদন করেছেন রিয়া। রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্ডে সুপ্রিম কোর্টের কাছে এই আবেদন জানিয়েছেন। ছবিঃ সংগৃহীত।
advertisement
2/8
*ছেলের মৃত্যুর পর এই প্রথম মঙ্গলবার সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং রিয়া-সহ ৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন পটনার রাজেন্দ্রনগর থানায়। এফআইআর-এ রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী-সহ পরিবারের আরও কয়েকজন সদস্যের নাম রয়েছে। ছবিঃ সংগৃহীত।
advertisement
3/8
*রিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা), ৩৪১ এবং ৩৪২ (জোর করে আটকে রাখা), ৩৮০ (বাড়ির জিনিস চুরি), ৪০৬ (চুক্তিভঙ্গ) এবং ৪২০ (প্রতারণা) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ছবিঃ সংগৃহীত।
advertisement
4/8
*এ দিকে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যায় প্ররোচনা এবং দিনের পর দিন সুশান্তকে ব্ল্যাকমেল করে কোটি কোটি টাকা হাতানোর অভিযোগে এফআইআর দায়ের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানান রিয়া। ছবিঃ সংগৃহীত।
advertisement
5/8
*মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে রিয়ার সঙ্গে কথা হয় তাদের। বিহার পুলিশও খুব শীঘ্রই রিয়ার সঙ্গে কথা বলবে বলে জানান হয়েছে। ছবিঃ সংগৃহীত।
advertisement
6/8
*বিহার পুলিশের একটি দল মঙ্গলবারই মুম্বইতে পৌঁছয়। দলের নেতৃত্বে রয়েছেন নিশান্ত সিং। বিশেষ পুলিশ দল ইতিমধ্যেই মুম্বইয়ের ডেপুটি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন। ছবিঃ সংগৃহীত।
advertisement
7/8
advertisement
8/8
*প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর পরই বান্ধবী রিয়াকে জেরা করেছিল মুম্বই পুলিশ। তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছিল। তাঁকে জেরা করে পুলিশ জানতে পেরেছিল, ইউরোপ ট্যুরে সুশান্তের ক্রেডিট কার্ড ব্যবহার করেছিলেন রিয়া। অভিনেতার এক দেহরক্ষীকেও বহিষ্কার করেছিলেন তিনি। কিন্তু কেন? তার উত্তর খুঁজছে পুলিশ। ছবিঃ সংগৃহীত।