ধর্মের সঙ্গে বলিউডের যোগ কোথায়? প্রশ্ন তুলে জায়রাকে অকৃতজ্ঞ বললেন রবিনা...
Last Updated:
advertisement
1/6

দঙ্গল খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম ধর্মের কারণে বলিউড থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন৷ এই নিয়ে শুরু হয়েছে তর্ক-বিতর্ক৷ এবার সেই বিতর্কে সরাসরি যোগ দিলেন বলি-অভিনেত্রী রবিনা ট্যান্ডন৷ জায়রার এমন সিদ্ধান্তে তিনি খুবই ক্ষুব্ধ৷ নিজের মতামত দিতে গিয়ে প্রকাশ পেল রবিনার সেই রাগ৷ Image courtesy: Instagram
advertisement
2/6
রবিনা লিখলেন যে বলিউড ইন্ডাস্ট্রি প্রতি অকৃতজ্ঞতা দুর্ভাগ্যজনক৷ কয়েকটি ছবি করেই যদি কেউ বলিউডকে বিদায় জানাতে চায়, তাহলে তা হোক নিঃশব্দে, সম্মান জানিয়ে৷ Photo Courtesy: Twitter
advertisement
3/6
কোন নাম তিনি নেননি ঠিকই, তবে এই কঠিন কথাগুলি যে জায়রার উদ্দেশ্য লেখা, তাতে কোনও সন্দেহ নেই৷ শুধু এই বক্তব্যে থেমে থাকেননি তিনি৷ আরও লিখেছেন...
advertisement
4/6
যে বলিউড কখনও কোন ধর্ম বা জাতির পার্থক্য দেখে না৷ কাজই সেখানে শেষ কথা৷ প্রতিটি মানুষের সুযোগ রয়েছে এই ফিল্ম ইন্ডাস্টিতে৷ সেখানে ধর্মের নামে এভাবে বলিউডকে ত্যাগ করা অনর্থক৷ বলিউড তাঁকে নাম দিয়েছে, দিয়েছে সম্মান, তাই রবিনা এই ইন্ডাস্ট্রির পাশে৷ Photo Courtesy: Twitter
advertisement
5/6
শুধু রবিনা নন, জায়রার সিদ্ধান্তে দুঃখপ্রকাশ করেছেন অনেকে৷ ধর্মের জন্য কাজকে অস্বীকার করার যে সিদ্ধান্ত নিয়েছেন এই কাশ্মীরি যুবতী, তা দুঃখজনক৷ এমনই বার্তা উঠে আসছে সোশ্যাল মিডিয়া৷ Photo Courtesy: Twitter
advertisement
6/6
ধর্মীয় ভাবাবেগ তাঁর কাজে আঘাত হানছে, তাই কাজকে বিদায় জানিয়েছেন জায়রা৷ খুব কম দিনে বলিউডে সাফল্য পেয়েছিলেন তিনি৷ জাতীয় পুরস্কারেও সম্মানিত হয়েছিলেন৷ তারপর এমন সিদ্ধান্তে হতবাক সিনেমাপ্রেমীরা৷