Raksha Bandhan 2021: এই পাঁচটি সিনেমা কতটা মনছোঁয়া! ভাই-বোন না হলে বুঝবেন না...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
রাখিবন্ধনের (Raksha Bandhan 2021) এই বিশেষ দিনে এক নজরে দেখে নেওয়া যাক, বলিউডে কোন কোন ছবি ভাইবোনদের বন্ধনের কথা মনে করিয়ে দেয় বার বার।
advertisement
1/6

হিন্দি ছবিতে বরাবরই প্রাধান্য পায়। কিন্তু বলিউডের একাধিক ছবিতে দর্শকের মন জয় করেছে ভাইবোনের জুটিও। রাখিবন্ধনের এই বিশেষ দিনে এক নজরে দেখে নেওয়া যাক, বলিউডে কোন কোন ছবি ভাইবোনদের বন্ধনের কথা মনে করিয়ে দেয় বার বার।
advertisement
2/6
হাম সাথ সাথ হ্যায়: ১৯৯৯ সালে রাজশ্রী প্রোজাকশন্সের এই ছবি আজও ভাইবোনদের ভালোবাসার নজির হয়ে রয়েছে। এই ছবিতে মণীশ বেহেল, সলমান খান, সইফ আলি খান ও নীলম কোঠারির ভাইবোনের সম্পর্ক দেখানো হয়েছিল।
advertisement
3/6
জোশ: ২০০০ সালের সুপারহিট ছবি জোশ। শাহরুখ খান ও ঐশ্বর্য রাইকে দেখানো হয় ভাইবোনের চরিত্রে। শার্লি ও ম্যাক্সের বন্ধন গোয়ার পটভূমিতে দর্শকের মন জয় করেছিল।
advertisement
4/6
ভাগ মিলখা ভাগ: রাকেশ ওম প্রকাশ মেহেরার ভাগ মিলখা ভাগ ছবিতে মিলখা সিংয়ের জার্নি দেখানো হয়েছিল। সেখানে মিলখা সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ফারহান আখতার ও তাঁর দিদির চরিত্রে দিব্যা দত্ত।
advertisement
5/6
অগ্নিপথ: হৃত্বিক রোশন ও তাঁর বোনের চরিত্রে কনিকা সকলকে কাঁদিয়ে ছেড়েছিলেন। সঙ্গে সোনু নিগমের গাওয়া আভি মুঝমে কাহি গানটি উপযুক্ত হয়েছিল ছবিতে।
advertisement
6/6
দিল ধড়কনে দো: বড়লোক পরিবারের দুই ভাইবোনের চরিত্রে নজর কেড়েছিলেন রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়া। ছবির পরিচালনা করেছিলেন জোয়া আখতার। আধুনিক বিশ্বে ভাইবোনের বোঝাপড়ার গল্প বলেছিল এই ছবি।