TRENDING:

Bollywood News: হুবহু এক চোখ, এক হাসি...! রাজেশ খান্নার সঙ্গে নাতনির এত মিল? ডিম্পলের পাশে দেখে বলছে সবাই

Last Updated:
মাত্র ১৬ বছর বয়সে ডিম্পল কাপাডিয়া তাঁকে বিয়ে করেন৷ প্রথমে অভিনয় ছেড়ে দিলেও রাজেশ খন্নার সঙ্গে বিচ্ছেদের পরে ফের রুপোলি পর্দায় ফেরেন ডিম্পল৷
advertisement
1/8
হুবহু এক চোখ, এক হাসি...! রাজেশ খান্নার সঙ্গে নাতনির এত মিল?  ডিম্পলের পাশে দেখে বলছে সবাই
বলিউডের প্রথম সুপারস্টার বলা হয় তাঁকে৷ নিজের ট্যালেন্টের জোরে নিজের জায়গা করে নিয়েছিলেন৷ বলিউডে রাজ করেছিলেন কয়েক দশক৷ এমনকি, সে সময় তাঁর চেয়ে অমিতাভ বচ্চনের জনপ্রিয়তাও ছিল কম৷
advertisement
2/8
সেই রাজেশ খান্নার শেষ জীবনটা কিন্তু সুখের হয়নি৷ স্ত্রী ডিম্পল কাপাডিয়ার সঙ্গে বিচ্ছেদের পরে সঙ্গীকে নিয়ে আলাদাই থাকতেন৷ নাতি-নাতনিদেরও দেখা পেতেন কি না সন্দেহ৷
advertisement
3/8
মাত্র ১৬ বছর বয়সে ডিম্পল কাপাডিয়া তাঁকে বিয়ে করেন৷ প্রথমে অভিনয় ছেড়ে দিলেও রাজেশ খন্নার সঙ্গে বিচ্ছেদের পরে ফের রুপোলি পর্দায় ফেরেন ডিম্পল৷
advertisement
4/8
কিন্তু, রাজেশ-ডিম্পলের দুই মেয়ে টুইঙ্কল এবং রিঙ্কি খন্না, দু’জনেই বলিউডে চূড়ান্ত ব্যর্থ৷ বড় টুইঙ্কল বিয়ে করেছেন অক্ষয় কুমারকে আর, ছোট মেয়ে রিঙ্কি বড়লোক ব্যবসায়ী সমীর সরণকে বিয়ে করে বিদেশে থিতু হয়েছেন৷
advertisement
5/8
টুইঙ্কল-অক্ষয়ের দুই ছেলে মেয়ে৷ ছেলে আরভ বড়, মেয়ে নিতারা ছোট৷ রিঙ্কি-সমীরেরও দুই সন্তান৷ একটি মেয়ে ও একটি ছেলে৷ সম্প্রতি রিঙ্কি খান্নার সেই মেয়েই রেড কার্পেটে হাঁটালেন দিদা ডিম্পল কাপাডিয়ার সঙ্গে৷ আর তাঁকে দেখে অবাক হয়ে গেল নেটিজেনরা... রাজেশ খান্নার সঙ্গে কী অদ্ভুত মিল!
advertisement
6/8
সম্প্রতি ম্যাডক ফিল্মস নামের একটি প্রযোজনা সংস্থার পার্টিতে দিদা ডিম্পলের পাশে দেখা যায় বছর কুড়ির নাওমিকা সরণকে৷ ব্ল্যাক মিনি ড্রেসে নাওমিকাকে ভয়ঙ্কর মিষ্টি লাগছিল এদিন৷ গায়ে মিনিমাল জুয়েলারি৷ খানিক পরে নাতনির পাশ থেকে সরে যান ডিম্পল৷ নাওমিকা একাই পোজ দেন পাপারাৎজিদের সামনে৷
advertisement
7/8
এরপরেই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় সেই ছবি৷ নেটিজেনদের একাংশ বলতে থাকে, নাওমিকার সঙ্গে অসম্ভব মিল রয়েছে রাজেশ খান্নার৷
advertisement
8/8
ওইদিন শাহরুখের মেয়ে সুহানা, অমিতাভের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে পার্টি করতে দেখা যায় নাওমিকাকে৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood News: হুবহু এক চোখ, এক হাসি...! রাজেশ খান্নার সঙ্গে নাতনির এত মিল? ডিম্পলের পাশে দেখে বলছে সবাই
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল