Bollywood News: এক সময় সিনেমা করেছেন...আর এখন অটো চালান! মর্মান্তিক...জানেন সেই জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা কে?
- Published by:Satabdi Adhikary
Last Updated:
বেঙ্গালুরুর একটি বস্তি এলাকায় জন্মগ্রহণ৷ সেখান থেকে সিনেমায় অভিনয় করবেন ভেবে চলে এসেছিলেন মুম্বই৷ সেই সময় ওই কিশোর অভিনেতাকে আবিষ্কার করেন মীরা নায়ার।
advertisement
1/8

সেই সময় গোটা বিশ্ব তাঁর অভিনয়ের প্রশংসা করেছিল। অস্কার নমিনেটেড সিনেমায় অভিনয় করেছিলেন তিনি, পেয়েছিলেন জাতীয় পুরস্কারও। আজ, পেটের তাগিদে রাস্তায় অটো চালাতে হচ্ছে তাঁকে৷
advertisement
2/8
বেঙ্গালুরুর একটি বস্তি এলাকায় জন্মগ্রহণ৷ সেখান থেকে সিনেমায় অভিনয় করবেন ভেবে চলে এসেছিলেন মুম্বই৷ সেই সময় ওই কিশোর অভিনেতাকে আবিষ্কার করেন মীরা নায়ার।
advertisement
3/8
পরিচালক মীরা নায়ার পরিচালিত সেই হিন্দি সিনেমার কথা মনে আছে? নাম 'সালাম বোম্বে'৷ ১৯৮৮ সালে সেই সিনেমা মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। আজও সিনেমাপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই সিনেমা। শফিক সৈয়দ এতে একটি ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন। তিনিই ছিলেন মুখ্য চরিত্রে। মুম্বইয়ের রাস্তায় বসবাসকারী শিশুদের কষ্টের কথা তুলে ধরেছিল এই সিনেমাটি, পৌঁছেছিল অস্কারে।
advertisement
4/8
তবে, 'কৃষ্ণ এঙ্গিরা সাইভাউ' চরিত্রে অভিনয় করা ১২ বছর বয়সি সেই ছেলেটির স্বাভাবিক অভিনয় সকলের নজর কেড়েছিল। সেই অসাধারণ অভিনয়ের জন্য তিনি সেরা শিশু অভিনেতার জাতীয় পুরস্কারও জিতেছিলেন। কিন্তু এত খ্যাতির পরেও, তার জীবনের কোনও উন্নতি হয়নি। এমনকি, মীরা নায়ারের সেই ছবির শুটিংয়ের সময়, তাঁকে প্রতিদিন মাত্র ২০ টাকা এবং দুপুরের খাবারের জন্য একটি বড়া দেওয়া হত। তিনি যে খ্যাতি অর্জন করেছিলেন তা তাকে চলচ্চিত্রের সুযোগ এনে দেয়নি।
advertisement
5/8
খ্যাতি, টাকা নেই: সবাই ভেবেছিল 'সালাম বোম্বে!'-এর পর শফিকের জীবন বদলে যাবে। কিন্তু, সেই ছবির পর তিনি কেবল একটি ছবিতে অভিনয় করেছিলেন, 'পাঠাং' (১৯৯৪)। তারপর তিনি চলচ্চিত্র জগত থেকে ভ্যানিশ হয়ে যান।
advertisement
6/8
চলচ্চিত্রের সুযোগ একেবারেই না থাকায়, শফিক ১৯৯০-এর দশকে বেঙ্গালুরুতে ফিরে আসেন। পরিবারের ভরণপোষণের জন্য তিনি অটো চালানো শুরু করেন। এর মধ্যে তিনি কন্নড় টেলিভিশন সিরিয়ালের ক্যামেরা সহকারী হিসেবেও কাজ করেন। ‘‘একটা সময় ছিল যখন আমার কোনও দায়িত্ব ছিল না। এখন আমার পরিবারের পুরো বোঝা আমার উপর,’’ তিনি একটি সাক্ষাৎকারে বলেন। তিনি বর্তমানে তাঁর মা, স্ত্রী এবং চার সন্তানের সাথে বেঙ্গালুরুর কাছে একটি ছোট বাড়িতে থাকেন। অভিনেতা হিসেবে তাঁর স্বপ্ন যদিও ম্লান হয়ে গেছে, তবুও তিনি একজন বাবা হিসেবে তাঁর দায়িত্ব ভুলে যাননি।
advertisement
7/8
বলিউড কেন তাঁকে আর সুযোগ দিল না? বলিউডে শুধু প্রতিভাই যথেষ্ট নয়। শফিকের গল্প এর একটি উদাহরণ। সবাই তাঁকে বস্তি এলাকার ছেলে হিসেবে দেখত। তাঁকে অন্য কোনও ভূমিকা দেওয়া হত না। সঠিক শিক্ষার অভাবে, সে অন্য কোনও ক্ষেত্রে যেতে পারেনি। এই সমস্ত কারণ একত্রিত হয়ে একজন প্রতিভাবান অভিনেতাকে সিনেমা থেকে দূরে ঠেলে দিয়েছে।
advertisement
8/8
অটল বিশ্বাস: সকল কষ্ট সত্ত্বেও, শফিক আশা ছাড়েননি। তিনি তার জীবন কাহিনী নিয়ে 'আফটার সালাম বোম্বে' নামে ১৮০ পৃষ্ঠার একটি আত্মজীবনী লিখেছেন। তিনি বলেন, কেউ যদি সেই বইকে চলচ্চিত্রে রূপান্তরিত করে তাহলে তা দারুণ হবে। "আমার 'সালাম বোম্বে' স্লামডগ মিলিওনেয়ারের চেয়েও বেশি সৎ হবে," তিনি গর্বের সাথে বলেন। তিনি তার সন্তানদের শিক্ষার জন্যও কঠোর পরিশ্রম করেন যাতে তাদের তার কষ্টের মধ্য দিয়ে যেতে না হয়।