Madhuri Dixit: ক্রিকেটারের প্রেমে মজেছিলেন জনপ্রিয় অভিনেত্রী; কিন্তু পরিবার-পরিস্থিতির চাপে অসম্পূর্ণই থেকে গিয়েছিল সেই বহুলচর্চিত প্রেমকাহিনি
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
কথা হচ্ছে বলিউডের ‘ধক-ধক গার্ল’ মাধুরী দীক্ষিতের! রুপোলি দুনিয়া তাঁর সাফল্যের উপাখ্যান অনেকটা রূপকথার মতোই। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে এক সময় তুমুল বিতর্কও হয়েছে।
advertisement
1/7

বলিউডের মোহময়ী সুন্দরীদের মধ্যে অন্যতম তিনি। নব্বইয়ের দশকে নাচে, গানে, অভিনয়ের জাদুতে সকলকে মুগ্ধ করেছেন। তাঁর হাসিতে এখনও যেন হাজার ওয়াটের আলো ঝরে! এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কোন অভিনেত্রীর কথা বলা হচ্ছে! কথা হচ্ছে বলিউডের ‘ধক-ধক গার্ল’ মাধুরী দীক্ষিতের! রুপোলি দুনিয়া তাঁর সাফল্যের উপাখ্যান অনেকটা রূপকথার মতোই। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে এক সময় তুমুল বিতর্কও হয়েছে।
advertisement
2/7
বহু সহ-অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে মাধুরীর। এক সময় শোনা যেত, বি-টাউনের ‘ধক-ধক’ গার্লের মনে স্থান করে নিয়েছিলেন জনপ্রিয় এক ক্রিকেট তারকা। প্রথম দেখাতেই অল-রাউন্ডার ক্রিকেটারের প্রেমে পড়ে গিয়েছিলেন অভিনেত্রী।
advertisement
3/7
একটি ফটোশ্যুটের সূত্রেই আলাপ মাধুরী দীক্ষিত এবং অজয় জাদেজার। প্রথম সাক্ষাতেই তাঁদের মধ্যে দুর্দান্ত রসায়ন চোখে পড়েছিল। সেই সময়ে তাঁদের রোম্যান্টিক ছবি সংবাদের শিরোনামে উঠে আসে। এমনকী সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, অভিনয়ে নিজের ভাগ্য অন্বেষণের চেষ্টা চালিয়েছিলেন অজয় জাদেজা।
advertisement
4/7
আর তাঁকে সাহায্য করতেন মাধুরী। পরিচালক-প্রযোজকদের কাছে অজয়ের নাম করতেন অভিনেত্রী। কিন্তু এত সাহায্য পাওয়ার পরেও অজয় জাদেজার ফিল্মি কেরিয়ার সফল হতে পারেনি।
advertisement
5/7
আর ওই সময়টাতেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। কিন্তু দুর্ভাগ্যবশত তা অসম্পূর্ণই থেকে যায়। কখনও পরিবার, তো কখনও বা পরিস্থিতি - কাঁটা হয়ে দাঁড়াতে থাকে ওই তারকা যুগলের সম্পর্কের পথে। সেই সময় ভারতীয় ক্রিকেট দলের রাজপুত্র ছিলেন অজয়। এমনিতেও তিনি রাজপরিবারেরই ছেলে। আর মাধুরী ছিলেন সাধারণ পরিবারের মেয়ে। ফলে স্বাভাবিক ভাবেই অজয়ের পরিবার মাধুরীকে মেনে নেয়নি। কারণ রাজপরিবারে অভিনেত্রী সাধারণ ঘরের কোনও মেয়েকে স্বীকার করা হত না। ফলে তাঁদের সম্পর্কে চিড় ধরতে শুরু করে।
advertisement
6/7
এরপরেই আবার অজয় জাদেজার নামে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। আর এটাই মাধুরী-অজয়ের সম্পর্কে শেষ পেরেকটা পুঁতে দেয়। কারণ এবার অভিনেত্রীর পরিবার এই সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায়। ফলে এই জুটির বিচ্ছেদ অবধারিত ছিল। পরে অবশ্য সেই যন্ত্রণা কাটিয়ে জীবনে এগিয়ে গিয়েছেন অভিনেত্রী। জীবনসঙ্গী হিসেবে বেছে নেন ডা. শ্রীরাম নেনেকে।
advertisement
7/7
১৯৯৯ সালে গাঁটছড়া বাঁধেন মাধুরী-শ্রীরাম। ছবির দুনিয়াকে ধীরে ধীরে বিদায় জানিয়ে স্বামী-সন্তানদের নিয়ে বিদেশে থিতু হন নায়িকা। তবে সন্তানরা বড় হওয়ার পরে ফের দেশে ফিরে ইন্ডাস্ট্রিতে কামব্যাক করেন মাধুরী।