Richest Star Kid: সবচেয়ে বড়লোক ‘স্টার কিড’! ৩১০০০০০০০০০ কোটির সম্পত্তি, বিলাসবহুল ফার্ম হাউজ থেকে শুরু করে দুর্ধর্ষ গাড়ির কালেকশন...এত টাকা!!!
- Published by:Satabdi Adhikary
Last Updated:
হৃতিক বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত। এর মধ্যে অন্যতম হল - Ferrero Rocher, Rado, Mountain Dew এবং Zebronics। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে দাবি, একটি ব্র্যান্ডের প্রচারের জন্য ৩-৫ কোটি পারিশ্রমিক নেন অভিনেতা। এর পাশাপাশি Cure-এর মতো একাধিক স্টার্ট-আপে লগ্নি করেছেন তিনি। এরপর অবশ্য বেঙ্গালুরুর একটি ফিটনেস স্টার্ট-আপেও বিনিয়োগ করেছেন অভিনেতা।
advertisement
1/8

বি-টাউনের গ্রিক গড তিনি। তাঁর সৌন্দর্যের জাদুতে মুগ্ধ নারী-পুরুষ নির্বিশেষে প্রায় সকলেই। তবে অনেকেই হয়তো এটা জেনে অবাক হবেন যে, বলিউড ইন্ডাস্ট্রির সবথেকে ধনী স্টার কিড হলেন হৃতিক রোশনই। এমনকী সম্পত্তির দৌড়ে সইফ আলি খান, অভিষেক বচ্চন কিংবা রণবীর কাপুরকেও পিছনে ফেলে দিয়েছেন হৃতিক।
advertisement
2/8
তবে মজার বিষয় হল, অভিনেতার আয়ের পুরোটাই ফিল্ম থেকে আসে, এমনটা ভাবার কিন্তু কোনও কারণ নেই। আসলে ভাল ছবি বাছাই করার পাশাপাশি ভাল ব্যবসায়িক বুদ্ধিও তুখোড় হৃতিকের। আর এই ব্যবসা থেকেই অভিনেতা তৈরি করেছেন বিপুল সম্পদ। তবে বর্তমানে তিনি ‘কৃশ ৪’-এর জন্য সংবাদ শিরোনামে রয়েছেন। আসলে এই ছবির হাত ধরে পরিচালক হিসেবে ডেবিউ করছেন হৃতিক।
advertisement
3/8
বলিউড এবং টেলিদুনিয়ায় সাফল্য:সেই ২০০০ সালে বলিউডে পা রেখেছিলেন হৃতিক। প্রথম ছবি ‘কহো না… প্যায়ার হ্যায়’। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। নিজের নাচের জাদু এবং অভিনয় দক্ষতার জোরে ব্যাপক সাফল্য পেয়েছিলেন। দেশের সর্বোচ্চ পারিশ্রমিক-প্রাপ্ত অভিনেতাদের মধ্যে অন্যতম হয়ে ওঠেন হৃতিক। সাম্প্রতিক রিপোর্ট থেকে আবার জানা গিয়েছে যে, সিদ্ধার্থ আনন্দের ছবি ‘ফাইটার’-এর জন্য প্রায় ৮০-৮৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা।
advertisement
4/8
এখানেই শেষ নয়, ২০১১ সালে ‘জাস্ট ডান্স’ নামে একটি নাচের রিয়েলিটি শোয়ের হাত ধরে টেলি দুনিয়ায় পা রেখেছিলেন হৃতিক। হিন্দুস্তান টাইমস এবং এনডিটিভি প্রতিবেদন থেকে জানা হিয়েছে যে, টেলিভিশনেও সর্বোচ্চ পারিশ্রমিক পেতেন অভিনেতা। এক-একটা পর্বের জন্য নিতেন ২ কোটি টাকা।
advertisement
5/8
ব্যবসায়িক উদ্যোগ:প্রায় ৩১০০ কোটি টাকার সম্পত্তির মালিক রাকেশ রোশনের পুত্রের। হৃতিক রোশনের মোট সম্পত্তির বেশিরভাগ পরিমাণটাই আসে তাঁর স্পোর্টসওয়্যার ব্র্যান্ড HRX থেকে। ২০২৪ সালে টাইমস অফ ইন্ডিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছিল, যেখানে বলা হয়েছে যে, অভিনেতার ব্র্যান্ডের মোট মূল্য প্রায় ২০০ কোটি টাকা। প্রিমিয়াম কোয়ালিটির অ্যাক্টিভওয়্যার এবং ওয়ার্কআউট অ্যাকসেসরির জন্য দেশে বিপুল জনপ্রিয়তা পেয়েছে হৃতিকের এই ব্র্যান্ড।
advertisement
6/8
প্রযোজনা সংস্থা:১৯৮০ সালে রাকেশ রোশন স্থাপন করেছিলেন FilmKraft Productions Pvt Ltd। এই প্রযোজনা সংস্থা থেকেই বলিউড পেয়েছে একাধিক ব্লকবাস্টার। এর মধ্যে অন্যতম হল ‘করণ অর্জুন’, ‘কহো না... প্যায়ার হ্যায়’, ‘কাবিল’, ‘কোই... মিল গ্যয়া’ এবং ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজি। এদিকে ২০২২ সালে সম্প্রসারণ ঘটেছে এই প্রযোজনা সংস্থার। এর জন্য ৩৩ কোটি টাকা দিয়ে মুম্বইয়ের লোয়ার পারেলে একটি ১০ হাজার বর্গফুটের অফিস নেওয়া হয়েছিল।
advertisement
7/8
অন্যান্য বিনিয়োগ এবং বিজ্ঞাপন:হৃতিক বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত। এর মধ্যে অন্যতম হল - Ferrero Rocher, Rado, Mountain Dew এবং Zebronics। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে দাবি, একটি ব্র্যান্ডের প্রচারের জন্য ৩-৫ কোটি পারিশ্রমিক নেন অভিনেতা। এর পাশাপাশি Cure-এর মতো একাধিক স্টার্ট-আপে লগ্নি করেছেন তিনি। এরপর অবশ্য বেঙ্গালুরুর একটি ফিটনেস স্টার্ট-আপেও বিনিয়োগ করেছেন অভিনেতা।
advertisement
8/8
বিলাসব্যসন:টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে দাবি লোনাভালায় সাত একর জমিতে বিস্তৃত একটি ফার্ম হাউজ রয়েছে হৃতিকের। মা-বাবার জন্য বানানো এই খামারবাড়িতে রয়েছে ৪টি বেডরুম, ১টি স্যুইমিং পুল, একটি জিম এবং বিশাল সাজানো বাগান। এখানেই শেষ নয়, মুম্বইয়ে সমুদ্রমুখী বাড়িও রয়েছে অভিনেতার। যার মূল্য ৯৭.৫০ কোটি টাকা। Koimoi-এর প্রতিবেদন থেকে জানা যায় যে, হৃতিকের গাড়ির কালেকশনও দেখার মতো। রয়েছে ৭ কোটি টাকা মূল্যের Rolls-Royce Ghost Series II। এর পাশাপাশি রয়েছে BMW, Mercedes, Mustang এবং অন্যান্য বিলাসবহুল গাড়িও। যা অভিনেতার বিলাসবহুল জীবনযাপনের পরিচায়ক।