খোলা আকাশের নীচে ফুলশয্যা! নেহা কক্করের হনিমুনের এক রাতের খরচ ৯০ হাজার টাকা!
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
এখানে রয়েছে প্রাইভেট বিচ, খোলা আকাশের নীচে রোম্যান্টিক বাতাবরণ...ফুলের আস্তরণে ঢাকা ঘর, বিছানা, রাস্তা, সবটাই ।
advertisement
1/6

• এক রাতের খরচ ৯০ হাজার টাকা । তা হনিমুন বলে কথা । এই ‘সামান্য’ খরচ না করলে কী আর জমে? তাই তো স্বামী রোহনপ্রীতের সঙ্গে দুবাইয়ে মধুর মধুচন্দ্রিমা সারছেন গায়িকা নেহা কক্কর । Pic: Instagram
advertisement
2/6
• নেহার বিয়ে নিয়ে শোরগোল হয়েছে প্রচুর ৷ যেখানে উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের সঙ্গে বিয়ে নিয়ে গুঞ্জন ছিল, সেখানে টুক করে রোহন সিংয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ছেন নেহা ৷ আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল নেহা ও রোহনপ্রীতের নানা ছবি ৷ Pic: Instagram
advertisement
3/6
• দুবাইতেই আছেন দু’জনে ৷ দুবাইয়ের ঝকঝকে প্রাসাদ প্রমাণ হোটেল আটলান্টিস, দ্য পাম-এ রয়েছেন তাঁরা ৷ বিলাসবহুল এই হোটেলে থাকতে তাঁদের প্রায় ৯০ হাজার টাকা খরচ হচ্ছে এক রাতের জন্য । Pic: Instagram
advertisement
4/6
• এই হোটেলের ঘর ভাড়া শুরু প্রতি কাপলের জন্য ২৬,৮৩৪ হাজার টাকা থেকে । আর সব ছেয়ে দামী প্রেসিডেন্সিয়াল স্যুটের দাম ৩ লাখ ২১ হাজার ৪১৪ টাকা প্রতি রাতে । বাকি স্যুটগুলি ৬০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে রয়েছে ।
advertisement
5/6
• নেহার ইনস্টা পোস্ট দেখে মনে করা হচ্ছে, তাঁরা রিগাল স্যুট ক্লাবে রয়েছেন । দ্য পাম-এর অফিসিয়াল ওয়েবসাইটে এই স্যুটটির দাম ৭২,৪০৩ টাকা প্রতি রাতের খরচ । Pic: Instagram
advertisement
6/6
• এর সঙ্গে যদি ব্রেকফাস্ট যোগ করা হয় তাহলে খরচ পড়বে ৮৯,৩৭০ টাকা । আর যদি ডিনার যোগ করা হয় তাহলে খরচ ১,০১,৮১৩ টাকা । Pic: Instagram