সুশান্ত-কাণ্ডে 'সাঁড়াশি' আক্রমণে বিদ্ধ শৌভিক, NCB-জালে 'ড্রাগ প্যাডলার', জেরায় চাঞ্চল্যকর তথ্য
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবার সুরজদীপ মালহত্রা নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে সুশান্ত-কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতার ৫। তাদের মধ্যে দু'জন ইতিমধ্যেই জামিন পেয়েছেন।
advertisement
1/8

*সুশান্ত মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তিনটি কেন্দ্রীয় সংস্থার তদন্তে। সুপ্রিম কোর্টের নির্দেশে CBI তদন্তভার গ্রহণ করে। তারপর থেকে প্রায় প্রতিদিনই কোনও না কোনও বিস্ফোরক তথ্য উঠে এসেছে। তবে কাউকে গ্রেফতার করা হয়নি। সুশান্তের মৃত্যুর পর ১ সেপ্টেম্বর প্রথম মাদক কারবারিতে জড়িত থাকার অপরাধে মুম্বই থেকে দু'জন এবং গোয়া থেকে একজনকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। তাঁদের জেরা করে উঠে আসে আরও এক নাম।
advertisement
2/8
*আজ অর্থাৎ বৃহস্পতিবার সুরজদীপ মালহত্রা নামে ওই যুবকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে সুশান্ত-কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতার ৫। তাদের মধ্যে দু'জন ইতিমধ্যেই বেল পেয়েছেন।
advertisement
3/8
*NCB সূত্রে খবর, ধৃতদের বয়ানে স্পষ্ট তাদের সকলের সঙ্গেই রিয়ার ভাই শৌভিকের নিয়মিত যোগাযোগ ছিল। বিভিন্ন সময় তাদের মধ্যে মেসেজ চালাচালির প্রমাণ গোয়েন্দাদের হাতে এসেছে। ফলে প্রবল চাপে রিয়া চক্রবর্তীর একমাত্র ভাই শৌভিক। সূত্রের খবর, সূর্যদীপকে জেরার সময়েও সে শৌভিকের সঙ্গে জগাজপগের বিষয়ে জানিয়েছে।
advertisement
4/8
*ED তদন্তের সময় রিয়ার যে ড্রাগ চ্যাটের অস্তিত্ব পেয়েছিল, সেই সূত্র ধরেই বান্দ্রা থেকে প্রথম গ্রেফতার করা হয় আব্দুল বসিত পরিহারকে। সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রাখত বসিত। এরপর একে একে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
advertisement
5/8
*ANI-এর রিপোর্ট অনুযায়ী, প্রাথমিক তদন্তে NCB জানতে পেরেছে মিরান্ডার সঙ্গে ড্রাগ সম্পর্কিত বিষয়ে যোগাযোগ রাখত রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর গোয়েন্দারা মঙ্গলবার বসিতকে কেরা করে জাহিদ ভিলাত্রার খোঁজ পায়। জাহিদকেও গ্রেফতার করা হয়েছে। গোয়া থেকেও ফৈয়াজ আহমেদ নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
6/8
*ধৃত জাহিদের দাবি, তার সঙ্গে রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তীর যোগাযোগ রয়েছে। স্যামুয়েল মিরান্ডার সঙ্গে তার কথা হত। স্যামুয়েলই শৌভিকের নির্দেশ মত কাজ করত। জাহিদ জানিয়েছেন, ১৭ মার্চ অর্থাৎ সুশান্তের মৃত্যুর ৩ দিন পরও ১০ হাজার টাকার বিনিমনে সে 5g ড্রাগ দুই যুবকের কাছে পৌঁছে দিয়েছে স্যামুয়েল এবং শৌভিকের নির্দেশে। NCB-র গোয়েন্দারা জাহিদ এবং স্যামুয়েলের কল রেকর্ড খতিয়ে দেখে জানতে পেরেছেন, লাস্ট কোলের সময় দু'জনের লোকেশন একই ছিল।
advertisement
7/8
*অর্থাৎ, মাদক সংক্রান্ত বিষয়ে রিয়ার ভাইয়ের সঙ্গে তাঁর একাধিকবার যোগাযোগ হয়। 'ডুবিস', 'বুম'-সহ একাধিক 'কোড ল্যাঙ্গুয়েজের' মাধ্যমে শৌভিকের সঙ্গে তার মাদকের লেনদেন চলত বলে দাবি করেছে জাহিদ। গোয়েন্দাদের অনুমান, ধৃতদের সঙ্গে বলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটির যোগ থাকতে পারে। ফলে জিজ্ঞাসাবাদে বেশ কিছু রাঘব বোয়ালের নাম উঠে আসতে পারে।
advertisement
8/8
*প্রসঙ্গত, বুধবার পর্যন্ত CBI গোয়েন্দাদের মুখোমুখি হয়েছেন শৌভিক। তবে বৃহস্পতিবার শৌভিকে ডেকে পাঠিয়েছে ইডি। এ দিন রিয়াকেও CBI দফতরে তলব করা হয়নি। রিয়া এবং শৌভিকের বাবা এবং মা-কে জিজ্ঞাসাবাদ করছে CBI গোয়েন্দারা।