TRENDING:

Bollywood Mother's Day: মাধুরী-সোনাক্ষী-জাহ্নবী থেকে সারা, মায়ের জন্য যা লিখলেন নায়িকারা...

Last Updated:
মে মাসের প্রথম রবিবার মানেই, বিশ্ব মাতৃ দিবস। মাদার্স ডে-কে আরও বিশেষ করে তুলতে এদিন বলিউডের নায়িকারা শেয়ার করলেন তাঁদের মায়েদের ছবি।
advertisement
1/7
মাধুরী-সোনাক্ষী-জাহ্নবী থেকে সারা, মায়ের জন্য যা লিখলেন নায়িকারা...
মে মাসের প্রথম রবিবার মানেই, বিশ্ব মাতৃ দিবস। মাদার্স ডে-কে আরও বিশেষ করে তুলতে এদিন বলিউডের নায়িকারা শেয়ার করলেন তাঁদের মায়েদের ছবি। মায়ের সঙ্গে ছবি শেয়ার করেছেন মাধুরী দীক্ষিত। লিখেছেন, 'মায়ের কাছ থেকে কত কিছু শিখেছি, এবং প্রতিদিন কিছু না কিছু শিখছি।'
advertisement
2/7
সোনাক্ষী সিনহাও এদিন তাঁর মায়ের সঙ্গে একটি দারুণ ছবি শেয়ার করেছেন। সেখানে লিখেছেন, 'তুমি আমাকে জন্ম দিয়ে জীবনের সেরা উপহারটা পেয়ে গিয়েছিলে... আমি জানি না সেটার চেয়ে ভালো আর কী হবে। হ্যাপি মাদার্স ডে।'
advertisement
3/7
সারা আলি খান তাঁর প্রাক্তন অভিনেত্রী মা অমৃতা সিংয়ের সঙ্গে একটি দারুণ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেখানে বরফে ঢাকা লোকেশনে একটি গাড়ির মধ্যে মায়ের কোলে বয়ে রয়েছেন সারা। ক্যাপশনে একটি ছড়া লিখেছেন নায়িকা। তাতে রয়েছে, 'Baby Bear, Mumma Bear We together are the perfect pair. My love for her will never compare. To any love or any care. And therefore today this hug I share #happymothersday.'
advertisement
4/7
প্রতিবারের মতো জাহ্নবী কাপুর এবারও প্রয়াত অভিনেত্রী তাঁর মা শ্রীদেবীর ছবি শেয়ার করেছেন। ছবিতে ছোট্ট জাহ্নবীকে কোলে নিয়ে রয়েছেন শ্রী। পাশে দাঁড়িয়ে বাবা বনি কাপুর। জাহ্নবী লিখেছেন, 'আমার মা'।
advertisement
5/7
করিশমা কাপুরও তাঁর বোন করিনা মা ববিতা কাপুরের সঙ্গে ছবি শেয়ার করেছেন। ববিতা নিজেও একজন অভিনেত্রী ছিলেন। করিনা লিখেছেন, 'নিজের ছানাদের সঙ্গে দ্য রক জিব্রাল্টার', করিশমা ক্যাপশনে লিখেছেন, 'সবচেয়ে শক্তিশালী মায়েরা যাঁদের আমি চিনি।...'
advertisement
6/7
প্রিয়াঙ্কা চোপড়াও এদিন মা ও শাশুড়ির সঙ্গে ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, 'আমি যা চাই তাই করি, যেখানে ইচ্ছে করি এবং যখন খুশি করি... যদি আমার মা বলে ঠিক আছে। আজ মাতৃত্ব সেলিব্রেট করার দিন। সব জীবনের উৎস। ... আমি খুবই আশীর্বাদধন্য যে আমার জীবনে দুই অতুলনীয়া নারী রয়েছেন যাঁরা রোজ উদাহরণ তৈরি করেন। ভালোবাসি। হ্যাপি মাদার্স ডে সবাইকে।'
advertisement
7/7
মা মধু চোপড়া এবং শাশুড়ি ড্যানিয়েল মিলার জোনাসকে উৎসর্গ করেই নিজের মাদার্স ডে-র শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা। মা ও মেয়ের সম্পর্কের মতোই শাশুড়ি-বৌমার সম্পর্কের বাঁধনও দেখিয়েছেন নায়িকা। বার্তা দিয়েছেন, শাশুড়ি-বৌমা হলেও সম্পর্ক এমনই দৃঢ় হতে পারে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Mother's Day: মাধুরী-সোনাক্ষী-জাহ্নবী থেকে সারা, মায়ের জন্য যা লিখলেন নায়িকারা...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল