TRENDING:

Bollywood Divorce: ৩১০০ কোটি টাকার সম্পত্তি, এক ডিভোর্সেই ‘ফাঁকা অ‍্যাকাউন্ট’! খোরপোশ দিতে হয় কয়েক'শ কোটি? বলিউডের সবচেয়ে ব‍্যয়বহুল বিচ্ছেদ কোন নায়কের জানেন?

Last Updated:
Bollywood Most Expensive Divorce: কিন্তু জানেন কি বলিউডের সবচেয়ে ব‍্যয়বহুল ডিভোর্স হয়েছিল কোন তারকা দম্পতির মধ‍্যে? মিডিয়া রিপোর্টস অনুযায়ী, এই ডিভোর্সে খোরপোশের জন‍্য অভিনেতার স্ত্রী পেয়েছিলেন ৩৮০ কোটি টাকা।
advertisement
1/10
৩১০০ কোটি টাকার সম্পত্তি, এক ডিভোর্সেই ‘ফাঁকা অ‍্যাকাউন্ট’! খোরপোশ দিতে হয় কয়েক'শ কোটি?
প্রেম, বিয়ে, পরকীয়া, বিচ্ছেদ। লাইটস্, ক‍্যামেরা অ‍্যাকশনের আড়ালেই ‘ভেঙেচুরে যায়’ তারকাদের ‘ঘরবাড়ি’। সেলেবদের ব‍্যক্তিগত জীবনের বিভিন্ন কাটাছেঁড়া নিয়ে চর্চার শেষ নেই। ক‍্যামেরার সামনে হাসিমুখে পোজ দেওয়ার পরই সোশ‍্যাল মিডিয়ায় ঘোষণা হয় ডিভোর্সের। এমন উদাহরণ বলিউডে একাধিক।
advertisement
2/10
সম্প্রতি ইন্ডাস্ট্রিতে সম্পর্ক ভাঙছে অভিনেতা গোবিন্দ এবং তাঁর স্ত্রী সুনীতার। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং কোরিওগ্রাফার ধনশ্রী বর্মা এবং ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের বিচ্ছেদের মামলা চলছে আদালতে।
advertisement
3/10
বলিউড তারকাদের সম্পত্তির অন্ত নেই। কোটি কোটি টাকার মালিক প্রথম সারীর নায়ক নায়িকারা। তাই ডিভোর্সের পর অ‍্যালিমনি বা খোরপোশ হিসেবেও কোটি টাকার রফা অনেক সময় হয়েছে সুপারস্টার দম্পতিদের মধ‍্যে।
advertisement
4/10
কিন্তু জানেন কি বলিউডের সবচেয়ে ব‍্যয়বহুল ডিভোর্স হয়েছিল কোন তারকা দম্পতির মধ‍্যে? মিডিয়া রিপোর্টস অনুযায়ী, এই ডিভোর্সে খোরপোশের জন‍্য অভিনেতার স্ত্রী পেয়েছিলেন ৩৮০ কোটি টাকা।
advertisement
5/10
ধর্মের আগল ভেঙে বিয়ে করেছিলেন তারকা দম্পতি। তাঁদের প্রেমও ছিল সিনেমার গল্পের মতো। ছোটবেলার বান্ধবী সুজান খানকে ভালবেসে বিয়ে করেছিলেন অভিনেতা হৃতিক রোশন।
advertisement
6/10
হৃতিক এবং সুজান খানের বিয়ে হয়েছিল ২০০০ সালে। বিয়ের পর দুই পুত্র হৃদান এবং রেহানের বাবা-মা হন হৃতিক-সুজান। ১৪ বছর একে অপরের সঙ্গে সংসারের পর বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন দু'জনে।
advertisement
7/10
ঠিক কেন ভেঙে গিয়েছিল তারকা দম্পতির সংসার। সে বিষয়ে অবশ‍্য নিজে কখনও কিছু খোলসা করেননি তারা। কিন্তু সম্প্রতি হৃতিকের বাবা রাকেশ রোশন একটি সাক্ষাৎকারে বলেছেন যে তাদের সম্পর্ক ভাঙার কারণ ছিল ভুল বোঝাবুঝি।
advertisement
8/10
৩১০০ কোটি টাকার মালিক হৃত্বিক রোশন। সংবাদমাধ‍্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিচ্ছেদের পর খোরপোষ হিসেবে ৪০০ কোটি দাবি করেছিলেন সুজান। তবে শেষমেশ ৩৮০ কোটি টাকা খোরপোশ হিসেবে পেয়েছিলেন হৃত্বিকের প্রাক্তন।
advertisement
9/10
তবে বিচ্ছেদ হয়ে গেলেও সন্তানদের জন‍্য নিজেদের মধ‍্যে বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন হৃত্বিক-সুজান। পাশাপাশি দু'জনেই এগিয়ে গিয়েছেন নিজেদের জীবনে।
advertisement
10/10
অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন হৃত্বিক। এবং আর্সলান গোনিকে নাকি ডেট করেছেন সুজান। যদিও হৃত্বিক বা সুজান, কেউই নিজেদের ব‍্যক্তিগত জীবন নিয়ে খোলসা করে কিছুই বলেলনি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Divorce: ৩১০০ কোটি টাকার সম্পত্তি, এক ডিভোর্সেই ‘ফাঁকা অ‍্যাকাউন্ট’! খোরপোশ দিতে হয় কয়েক'শ কোটি? বলিউডের সবচেয়ে ব‍্যয়বহুল বিচ্ছেদ কোন নায়কের জানেন?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল