‘এক এক করে জামাকাপড়গুলো সব খোলো’, সিনেমায় সুযোগের পরিবর্তে পরিচালক সাজিদের প্রস্তাব, অভিযোগ মডেল-অভিনেত্রীর
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
এই প্রথম নয়, বলিউডে মিটু ঝড়ের শুরুর দিকেই অনেক নিগ্রহের অভিযোগই সাজিদের নামে জমা পড়েছিল ৷ রাচেল হোয়াইট, মন্দানা করিমি থেকে পরিচালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগে সরব হয়েছিলেন তাঁর এককালের বান্ধবী জ্যাকলিন ফার্নান্ডেজও ৷
advertisement
1/5

সিনে দুনিয়া তোলপাড় করা #MeToo অভিযোগ এবার বলিউড পরিচালক সাজিদ খানের (Sajid Khan) বিরুদ্ধে ৷ ‘হিম্মতওয়ালা’ পরিচালকের বিরুদ্ধে সিনেমায় সুযোগ দেওয়ার পরিবর্তে কু প্রস্তাবের বিস্ফোরক অভিযোগ আনলেন ভারতীয় মডেল অভিনেত্রী পাওলা ৷
advertisement
2/5
ইনস্টাগ্রাম পোস্টে ফারহা খানের ভাই সাজিদ খানের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেছেন পাওলা ৷ তিনি লিখেছেন, ‘হাউসফুল’ (Housefull) সিনেমায় সুযোগ দেওয়ার পরিবর্তে পাওলাকে তাঁর সামনে সমস্ত জামাকাপড় খুলে ফেলে নগ্ন হতে বলেছিলেন সাজিদ ৷
advertisement
3/5
এখানেই শেষ নয় গোলমাল পরিচালক তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন বলে জানিয়েছেন পাওলা ৷ তখন তাঁর ১৭ বছর বয়স ৷ অভিনয়ের সুযোগ করে দেওয়ার পরিবর্তে জোর করে তাঁকে ছোঁয়ার চেষ্টাও করেন বলে বিস্ফোরক অভিযোগ মডেলের ৷
advertisement
4/5
এই প্রথম নয়, বলিউডে মিটু ঝড়ের শুরুর দিকেই অনেক নিগ্রহের অভিযোগই সাজিদের নামে জমা পড়েছিল ৷ রাচেল হোয়াইট, মন্দানা করিমি থেকে পরিচালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগে সরব হয়েছিলেন তাঁর এককালের বান্ধবী জ্যাকলিন ফার্নান্ডেজও ৷ এরপরেই অক্ষয় কুমার, বিপাশা বসুর মতো একাধিক তারকা কাজ করতে নারাজ হওয়া জনপ্রিয় হাউসফুল ফ্যাঞ্চাইজির চতুর্থ সিনেমার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সাজিদকে ৷ ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাজিদকে এক বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।
advertisement
5/5
এতদিন ফের মিটু অভিযোগে উত্তাল বলিউড ৷ তবে এত বছর পরে কেন এই যৌন হেনস্থার অভিযোগ আনছেন পাওলা সেই নিয়েও প্রশ্ন উঠেছে ৷ উত্তরে সোশ্যাল মিডিয়ায় এই মডেল জানিয়েছেন, তখন বলিউডে কাজ হারানোর ভয়ে মুখ খুলতে পারেননি তিনি ৷ তবে সত্যিটা সামনে আনতেই এখন অভিযোগ ৷