ভুলতে পারেননি প্রাক্তন স্বামী আরবাজ খানকে, আবেগঘন পোস্টে প্রমাণ দিলেন মালাইকা
Last Updated:
advertisement
1/7

• সদ্যই ১৯ বছরের সম্পর্কে ফাটল ধরেছে ৷ বিচ্ছেদ হয়ে গিয়েছে টিনসেন টাউনের এক সময়ের হট জুটি আরবাজ খান ও মালাইকা আরোরার ৷
advertisement
2/7
• এখন অর্জুন কাপুরের সঙ্গে অবশ্য চুটিয়ে প্রেম করছেন নায়িকা ৷ তাঁদের বিয়ের গুঞ্জনও চলছে অনেকদিন ধরেই ৷
advertisement
3/7
• কিন্তু পুরনো সেই স্মৃতি কি সহজে ভোলা যায় ? তাই প্রাক্তন স্বামী জন্মদিনটা উপেক্ষা করতে পারলেন না মালাইকা ৷
advertisement
4/7
• গতকাল ছিল আরবাজের ৫২তম জন্মদিন ৷ তাঁকে ভুললেন না মালাইকা ৷ আবেগঘন পোস্ট করলেন তিনি ৷
advertisement
5/7
• ইনস্টাগ্রামের স্টোরিতে ছেলে আরহান আর আরবাজের ছোটবেলার দু’টি ছবি পোস্ট করলেন তিনি ৷
advertisement
6/7
• সঙ্গে তাঁর লেখা ক্যাপশনটি ছিল দারুণ ৷ আসলে ছোটবেলার আরবাজ আর আরহানকে প্রায় একই রকম দেখতে ৷
advertisement
7/7
• তাই মালাইকা লিখেছেন ‘আরহান তুমি একেবারে তোমার পাপার জেরক্স কপি ৷’