মহাভারতের এই তারকাদের মোট সম্পত্তির পরিমাণ জানেন? শুনলে চোখ কপালে উঠবে
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
দেখে নিন, আপনাদের প্রিয় এই তারকাদের মোট সম্পত্তির পরিমাণ কত ।
advertisement
1/7

• টেলিভিশেনর সুপার হিট সিরিয়ালগুলির মধ্যে অন্যতম ছিল মহাভারত । রামানন্দ সাগরের সেই পুরনো মহাভারত তো সে যুগের সেরা হিট ছিলই । কিন্তু ২০১৩ সালের নতুন মহাভারত-ও দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল ।
advertisement
2/7
• চোখ ধাঁধানো সেট, বিপুল অঙ্কের বিনিয়োগ, দারুণ গ্রাফিত্সের কাজ...আর তার সঙ্গে পাল্লা দিয়ে অবশ্যই নদর কেড়েছিল তাঁর কুশীলবরা । কৃষ্ণের ভূমিকায় সৌরভ জৈন থেকে শুরু করে অর্জুনের ভূমিকায় শাহির শেখ, দ্রৌপদীর ভূমিকায় পূজা শর্মা... সকলেই এক কথায় অনবদ্য । এ বার দেখে নিন, আপনাদের প্রিয় এই তারকাদের মোট সম্পত্তির পরিমাণ কত ।
advertisement
3/7
• সৈরভ রাই জৈন- অনেকেই ‘মহাভারত’ দেখতে বসতেন অসাধারণ এই কৃষ্ণটিকে পর্দায় দেখার লোভে । এর আগে বিষ্ণ, মহাদেবের চরিত্র করলেও সৌরভ এই বিপুল জনপ্রিয়তা পেলেন কৃষ্ণের হাত ধরে । সৌরভের মোট সম্পত্তির পরিমাণ ৫০ লক্ষ ডলার ।
advertisement
4/7
• শাহির শেখ- জনপ্রিয় মডেল শাহির, পাশাপাশি ‘মহাভারত’-এর অর্জুনও বটে । প্রায় ৩০ লক্ষ ডলারের মালিক শাহির ।
advertisement
5/7
• পূজা শর্মা- ‘মহাভারত’-এর যজ্ঞসেনী দ্রৌপদী’কে কে না চেনেন । মডেল-অভিনেত্রী পূজা শর্মার মোট সম্পত্তির পরিমাণ ০.৬ মিলিয়ন । ২০১২ সালে ‘তেরি মেরি লভ স্টোরিজ’ দিয়ে বিনোদন জগতে পা রেখেছিলেন পূজা ।
advertisement
6/7
• আহম শর্মা- দাতা কর্ণ’কে ভালবাসেননি এমন দর্শক কমই রয়েছেন । ‘চাঁদ কে পার চলো’ দিয়ে টিভি-র কেরিয়ার শুরু করেছিলেন আহম । তাঁর মোট সম্পত্তি ১-৫ মিলিয়ন ডলার ।
advertisement
7/7
• আরভ চৌধুরি- ‘মহাভারত’-এর পিতামহ ভীষ্ম ছিলেন আরভ । তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২০ লক্ষ ডলার ।