TRENDING:

Leander Paes dating Kim Sharma: যুবরাজের প্রাক্তন বান্ধবী কিমের সঙ্গে 'রাত কাটাচ্ছেন' লিয়েন্ডার পেজ!

Last Updated:
ভারতীয় টেনিস আইকন লিয়েন্ডার পেজ বলিউড নায়িকা কিম শর্মাকে ডেট করছেন (Leander Paes dating Kim Sharma)।
advertisement
1/6
যুবরাজের প্রাক্তন বান্ধবী কিমের সঙ্গে 'রাত কাটাচ্ছেন' লিয়েন্ডার পেজ!
ভারতীয় টেনিস আইকন লিয়েন্ডার পেজ বলিউড নায়িকা কিম শর্মাকে ডেট করছেন। গোয়ায় দু'জনের রোম্যান্টিক মেজাজে তোলা ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই এমন গুঞ্জন জোরদার হয়েছে। আর সেই ছবি দেখেই নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার করছেন।
advertisement
2/6
এবার নতুন করে নজর কেড়েছে কিম ও লিয়েন্ডারের 'রাত কাটানোর' ছবি। ইনস্টাগ্রাম স্টোরিতে কিম শেয়ার করেছেন সেই সব ছবি। শনিবার তাঁরা একসঙ্গেই ছিলেন এবং ডিনারে তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন আরও কয়েকজন বন্ধু। শেফকে অসাধারণ খাবারের জন্য ধন্যবাদও দিয়েছেন কিম।
advertisement
3/6
১৯৯২ থেকে ২০১৬-র মধ্যে সাতটি অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন লিয়েন্ডার। তাঁর সঙ্গে যুবরাজ সিংয়ের প্রাক্তন বান্ধবীকে হঠাত্ একই ফ্রেমে দেখে অনেকেই অবাক। কারণ এর আগে কিম শর্মার সঙ্গে লিয়েন্ডারের কোনও ছবি কখনও দেখা যায়নি। তাঁরা কবে থেকে একে অপরকে ডেট করছেন সেটা জানার জন্য নেটিজেনদের একাংশের কৌতুহলের শেষ নেই।
advertisement
4/6
কিছুদিন আগেই গোয়ার একটি রেস্তোরাঁয় দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। লিয়েন্ডার বা কিম, কেউই রাখঢাক করেননি। গত বছরই তিনি টেনিস থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। ডাবলস স্পেশালিস্ট লিয়েন্ডারের হাতে এখন অগাধ সময়। তা ছাড়া রিয়া পিল্লাইয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি একাই রয়েছেন। আর এমন সময় কি কিম শর্মা তাঁর জীবনে এলেন!
advertisement
5/6
লিয়েন্ডারের ভক্তরা জানতে চেয়েছেন, কিমের সঙ্গে কি সত্যিই সম্পর্কে জড়িয়েছেন তিনি! নাকি গোয়ার রেস্তোরাঁয় হঠাত্ দেখা হওয়ায় দুজনে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন! লিয়েন্ডার বা কিম, কেউই অবশ্য সম্পর্ক নিয়ে খোলামেলা কিছু বলেননি এখনও।
advertisement
6/6
এর আগে অভিনেতা হর্ষবর্ধন রানের সঙ্গে সম্পর্কে ছিলেন কিম। তবে সেই সম্পর্ক যে আর নেই তা কিম নিজেই জানিয়েছিলেন। এর পরই লিয়েন্ডার ও কিমকে মুম্বইয়ের বান্দ্রায় দেখা গিয়েছে বেশ কয়েকবার। সম্পর্কের সূত্রপাত হয়তো তখন থেকেই হয়েছিল।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Leander Paes dating Kim Sharma: যুবরাজের প্রাক্তন বান্ধবী কিমের সঙ্গে 'রাত কাটাচ্ছেন' লিয়েন্ডার পেজ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল