কেউ বাথটবে, কেউ বইয়ে, কেউ আবার পাতা দিয়ে ঢাকলেন শরীর ! ক্যালেন্ডারে উষ্ণতা ছড়াল বলিউড
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
দেখে নিন ক্যালেন্ডারের কিছু ছবি
advertisement
1/11

সোমবার রাতে মুম্বইয়ে এক মেগা অনুষ্ঠানে সাড়ম্বরে মুক্তি পেল সেলিব্রিটি ফোটোগ্রাফার ডাব্বু রতনানির ২০২০ সালের ক্যালেন্ডার। তাঁর ক্যালেন্ডারের জন্য অপেক্ষা করে থাকে ফ্যাশন ইন্ডাস্ট্রি বা বলিউডের। তাঁর ক্যালেন্ডার শ্যুটে অনন্য সব অবতারে নানা সময়ে ধরা দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। দেখে নিন ক্যালেন্ডারের কিছু ছবি...
advertisement
2/11
প্রথমবার হলেও কোনও দ্বিধা ছিল না তাঁর মধ্যে। আর তাই তো শরীরে কোনও সুতো না রেখেই ডুব দিলেন বাথ টাবে। তাঁর টপলেস ছবির পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের জন্যে হাসি মুখে পোজ দেন ভূমি।
advertisement
3/11
কৃতি শ্যাননকে দেখা যাচ্ছে সাদা কালো ছবিতে, পরে রয়েছেন শুধুমাত্র একটি শার্ট।
advertisement
4/11
সানি লিওনকে টপলেস অবস্থায় ডাব্বু রত্নানির ফটোশুটের জন্য পোজ দিতে। বই দিয়ে তার শরীর ঢেকে রেখেছেন।
advertisement
5/11
বারান্দায় হেলান দিয়ে ক্যাজুয়াল লুকে দাঁড়ালেন বিদ্যা ৷ পরণে সাদা বাথরোব, স্পষ্ট ক্লিভেজ, উঁকি দিচ্ছে কালো লেসের অন্তর্বাস ৷
advertisement
6/11
ছবিতে দেখা যাচ্ছে একটি পাতা দিয়ে শরীর ঢেকে রয়েছেন কিয়ারা, গায়ে নেই একটা সুতোও
advertisement
7/11
প্রথমবার ডাব্বু রতনানির ফটোশুটে অংশ নেন 'উরি' খ্যাত তারকা ভিকি কৌশল। আধভেজা খালি গায়ে পুলে দাঁড়িয়ে রয়েছেন তিনি
advertisement
8/11
কেলেন্ডারের শ্যুটে ছিলেন চাঙ্কি-তনয়া অনন্য়াও। তাঁকে দেখা যাচ্ছে ক্যাজুয়াল লুকে, একটি নিয়ন গ্রিন রঙের বক্সার পরে।
advertisement
9/11
ক্যালেন্ডারে লাস্যময়ি নয়া রূপে ঐশ্বর্য রাইকে দেখলে অবাক হয়ে যাবে সবাই
advertisement
10/11
ফটোশুটে অংশ নিয়েছেন অভিষেক বচ্চন। একটি সাদা কালো ছবিতে তাঁকে দেখা যাচ্ছে স্যুইট ও হ্যাট পরে
advertisement
11/11
সাইফ আলি খানকে দেখা যাচ্ছে একটি লাল রঙের স্কুটারে বসে পোজ দিতে। ছবিতে দেখা যাচ্ছে জিন্সের প্যান্ট আর জ্যাকেট পরে রয়েছেন তিনি।