Khushi Kapoor Fashion Star: ফ্যাশন দুনিয়ায় নজর কাড়ছেন শ্রীদেবী-কন্যা খুশি, বলিউডের নতুন নায়িকা?
- Published by:Raima Chakraborty
Last Updated:
তবে কি এবার খুশির পালা? ফ্যাশনিস্তা খুশিকে দেখে এমনই প্রশ্ন তুলছেন নেটিজেন (Khushi Kapoor Fashion Star)।
advertisement
1/10

এখনও বলিউডে পা রাখা নিয়ে নিশ্চিত কোনও খবর না পাওয়া গেলেও, ফ্যাশনের দুনিয়ায় নজর কাড়ছেন শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর (Khushi Kapoor Fashion Star)। দিদি জাহ্নবী কাপুর ইতিমধ্যেই বলিউডে জায়গা পাকা করেছেন। তবে কি এবার খুশির পালা? ফ্যাশনিস্তা খুশিকে দেখে এমনই প্রশ্ন তুলছেন নেটিজেন (Khushi Kapoor Fashion Star)।
advertisement
2/10
মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় খুশির ছবি ভাইরাল হয় নানা কারণে। এবার তাঁর পোশাক নজর কেড়েছে ভক্তদের (Khushi Kapoor Fashion Star)।
advertisement
3/10
গোলাপি অফ-শোল্ডার লেহেঙ্গা পরেছেন খুশি। সঙ্গে ফোলানো নেটের তৈরি ব্লাউজের হাতা।
advertisement
4/10
গয়না পরেছেন শুধুই কানের দুল।
advertisement
5/10
সামান্য মেক-আপে মোহময়ী দেখাচ্ছে খুশিকে।
advertisement
6/10
গ্ল্যামারাস ফটোশ্যুটে ভাইরাল হয়েছে খুশির সব ছবি।
advertisement
7/10
হলুদ লেহেঙ্গাতে নজরকাড়া খুশি কাপুর।
advertisement
8/10
নীল ও সাদার মিশেলে এথনিক সাজের লেহেঙ্গায় শ্রীদেবী-কন্যা।
advertisement
9/10
সাদা নেটের লেহেঙ্গায় ফ্যাশনের নতুন সংজ্ঞা লিখছেন খুশি।
advertisement
10/10
স্নিকার্সের সঙ্গে লেহেঙ্গায় ফ্যাশনিস্তা খুশি কাপুর।