Kaun Banega Crorepati 13 Changes: কাউন্টডাউন শুরু, এবারের কওন বনেগা ক্রোড়পতির ৫টি বড় পরিবর্তন জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো 'কওন বনেগা ক্রোড়পতি ১৩' (Kaun Banega Crorepati 13 Changes) শুরু হতে চলেছে (Amitabh Bachchan)।
advertisement
1/7

অপেক্ষা আর কয়েকদিনের। তারপরেই টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো 'কওন বনেগা ক্রোড়পতি ১৩' (Kaun Banega Crorepati 13) শুরু হতে চলেছে। এবারের শো-এর থিম 'উত্তর আপনি নিজেই'। প্রত্যেক মানুষ ও তাঁর জানার অধিকারকে এবারের সিজনে উদযাপন করা হবে।
advertisement
2/7
১৩তম সিজনেও সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)। এত বছর ধরে কেবিসি-টিমের সঙ্গে নিজের যুক্ত থাকায় দারুণ উচ্ছ্বসিত অমিতাভ। ইতিমধ্যেই স্টুডিওতে করোনাবিধি মেনে একাধিক পর্বের শ্যুটিং হয়ে গিয়েছে।
advertisement
3/7
আগামী ২৩ অগস্ট থেকে শুরু হবে এবারের কওন বনেগা ক্রোড়পতি। কম্পিউটারজি ও অমিতাভের যুগলবন্দিতে প্রশ্নোত্তরের এই খেলায় মেতে ওঠার আগে শো-এর পাঁচটি বদলের কথা জেনে নিন। এবারের শো-তে ফাস্টেস্ট ফিঙ্গার ফাস্ট রাউন্ডটি খানিক বদলে ফেলা হয়েছে। এবার হবে ফাস্টেস্ট ফিঙ্গার ফাস্ট ট্রিপল টেস্ট। একটির বদলে তিনটি সঠিক উত্তর যে সবচেয়ে কম সময়ে দিতে পারবে সেই যাবে হটসিটে।
advertisement
4/7
এবারে অডিয়েন্স পোল লাইফলাইন ফের ফিরিয়ে আনা হচ্ছে। বাকি লাইফলাইনগুলি হল ৫০:৫০, এক্সপার্টকে জিজ্ঞেস করা এবং ফ্লিপ দ্য কোয়েশ্চন।
advertisement
5/7
আগের সিজনগুলিতে রিয়াল লাইফ হিরোদের করমবীর এপিসোডে ডাকা হত। এবারে প্রতি শুক্রবার শানদার শুক্রবারে একজন করে সেলিব্রিটি অতিথি আসবেন এবং সমাজের কোনও ক্ষেত্রে দানের জন্য খেলবেন।
advertisement
6/7
এবারের ঘড়িদেবীর নাম রাখা হয়েছে 'ধুক ধুক জি'। প্রত্যেকের হৃদয়ের শব্দের সামঞ্জস্যেই এই নামকরণ।
advertisement
7/7
এবারের সেটও একেবারে নতুন করে সাজানো হয়েছে। অনেক বেশি পরিমাণে এলইডি লাইটের ব্যবহার করা হয়েছে সেটে।