'তিরঙা উড়িয়ে ফিরব, না হলে দেহ ফিরবে তিরঙায় মুড়ে!' শেষবার বান্ধবীকে বলা কথা উঠে আসবে বলি ছবিতে...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
কার্গিলের বীর যোদ্ধা ক্যাপ্টেন বিক্রম বাত্রার কাহিনি এবার বলিউডে৷ শত্রুদের সঙ্গে শেষবার মুখোমুখি হওয়ার সময় তিনি তুলেছিলেন দুর্গা মাতা কি জয় ধ্বনি৷
advertisement
1/5

▪️কার্গিলের যুদ্ধের বীর সেনা ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবন কোনও বলিউডের গল্পের থেকে কম নয়৷ খুবই কম বয়সে তিনি সেনায় যোগ দেন৷ সেনার পরীক্ষায় তিনি খুবই ভাল নম্বর পান তিনি এবং তালিকায় প্রথমের দিকেই নাম ছিল তাঁর৷
advertisement
2/5
▪️কার্গিল যুদ্ধের আগে শেষবার যখন তিনি তাঁর পালামপুরের বাড়ি গিয়েছিলেন, তখন বান্ধবী ডিম্পল চিমাকে বলেছিলেন যে, দেশের জন্য প্রাণ দিতে তিনি তৈরি৷ জয়ের পর হয় তিরঙা উড়িয়ে উদযাপন করব, না হলে তিরঙা মুড়ে আমার মরদেহ আসবে, বান্ধবীর কাছে স্পষ্ট করেছিলেন ক্যাপ্টেন৷
advertisement
3/5
▪️শত্রুদের জন্য তিনি ছিলেন ত্রাস৷ তাই তো পাকিস্তানের কাছে তিনি শের শাহ-নামেই পরিচিত ছিলেন৷ দ্রাস সেক্টরের ৫১৪০ পিক জয়ের পর ল্যাফটেনন্ট থেকে তাঁর পদোন্নতি হয় ক্যাপ্টেন পদে৷ মৃত্যুর আগে পর্যন্ত তিনি লড়ে গিয়েছন শত্রুপক্ষের সঙ্গে৷
advertisement
4/5
▪️শত্রুদের সঙ্গে শেষবার মুখোমুখি হওয়ার সময় তিনি তুলেছিলেন দুর্গা মাতা কি জয় ধ্বনি৷
advertisement
5/5
▪️কার্গিল যুদ্ধের মুখ ছিলেন ক্যাপ্টেন বিক্রম বাত্রা৷ মরণত্তোর পরম বীর চক্র সম্মানে তাঁকে সম্মানিত করেছে সরকার৷ দেশের জন্য প্রাণ দিতে পিছপা হননি এই বীর যোদ্ধা৷ তাঁকে নিয়েই এবার ছবি৷ মুখ্য ভূমিকায় সিদ্ধার্থ মলহোত্রা৷ এর আগে জে পি দত্তের LOC Kargil ছবিতে অভিষেক বচ্চনকে ক্যাপ্টেন বাত্রার ভূমিকায় দেখা গিয়েছিল৷ শেরশাহ ছবিতে সিদ্ধার্থ ছাড়াও থাকছেন কিয়ারা আডবাণী৷