শুধুই ফুলের সাজ, গায়ে নেই একটা সুতোও...অন্তঃসত্ত্বা অবস্থার ছবি শেয়ার করলেন কল্কি
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
advertisement
1/7

• সদ্যই মা হয়েছেন তিনি ৷ গত শুক্রবার, ৭ ফেব্রুয়ারি এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী কল্কি কোয়েচলিন ৷ মেয়ের নাম রেখেছেন সাফো ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/7
• মেয়ের জন্ম দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় কল্কি জানিয়ে ছিলেন, প্রায় ১৭ ঘণ্টা ধরে প্রসব যন্ত্রণা সহ্য করার পর মেয়েকে জন্ম দিয়েছেন তিনি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/7
• শুধু তাই নয়, সন্তান প্রসবের সময় ওয়াটার থেরাপিকেই কাজে লাগিয়ে ছিলেন কল্কি! সেই ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/7
• কল্কি লিখেছিলেন, ১৭ ঘণ্টা পর তিনি নিজেই চিকিসকদের অনুরোধ করেছিলেন, যেভাবে হোক বাচ্চার ডেলিভারি করিয়ে দেওয়ার ৷ কিন্তু নার্স এবং চিকিৎসকরা তাঁকে আশ্বাস দিয়েছিলেন, প্রাকৃতিক উপায়েই তিনি বাচ্চার জন্ম দিতে সক্ষম ৷ তাঁকে ধৈর্য্য রাখতে হবে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/7
• এর ১ ঘণ্টার মধ্যে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন কল্কি ৷ ভ্যালেন্টাইন’স ডে-তে মেয়ে সাফো আর বয়ফ্রেন্ড গাই হাসবার্গের ছবি শেয়ার করেছিলেন নায়িকা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/7
• এবার শেয়ার করলেন অন্তঃসত্ত্বা অবস্থায় নিজের পুরনো ছবি ৷ সেই ছবিতে পুরো ফুলের সাজে সাজেছেন নায়িকা ৷ এছাড়া গায়ে নেই একটা সুতোও ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/7
• সেই সঙ্গে লিখলেন মা হওয়ার দীর্ঘ যাত্রাপথের বিবরণও ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷