Indian Idol 12 Winner: ইন্ডিয়ান আইডল ১২-র বিজয়ী পবনদীপ রাজন, দ্বিতীয় স্থানে বাংলার অরুণিতা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
১২ ঘণ্টার টানা ফিনালেতে বিজয়ী (Indian Idol 12 Winner) হলেন উত্তরাখণ্ডের ছেলে পবনদীপ রাজন (Pawandeep Rajan)।
advertisement
1/6

১৫ অগস্ট স্বাধীনতা দিবসেই অনুষ্ঠিত হল ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালে। ১২ ঘণ্টার টানা ফিনালেতে বিজয়ী হলেন উত্তরাখণ্ডের ছেলে পবনদীপ রাজন। ফাইনালে 'কাফিরানা', 'হাওয়ায়ে', 'নাদান পারিন্দে', 'সাডা হক' গানগুলি গেয়েছেন পবন।
advertisement
2/6
অন্যদিকে, ভোটের ফলাফল অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছেন বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল।
advertisement
3/6
তৃতীয় হয়েছেন মহারাষ্ট্রের সাইলি কাম্বলে।
advertisement
4/6
চতুর্থ হয়েছেন মুজফফরনগরের ছেলে মহম্মদ দানিশ।
advertisement
5/6
পঞ্চম হলেন ২০ বছরের নিহাল টরো।
advertisement
6/6
ষষ্ঠ স্থানে নিয়েছেন সন্মুখপ্রিয়া।