Imran Khan: 'এনজয় করেছি, এগিয়ে গিয়েছি'... রেখা থেকে জিনাত আমান, অ্যাফেয়ার নিয়ে সোজা সাপ্টা ইমরান খান...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Imran Khan: প্লে-বয় হেয়ার স্টাইলের জন্য আগাগোড়াই জনপ্রিয় ছিলেন ইমরান খান। জনপ্রিয় এই ক্রিকেটারকে নিয়ে মিথের অন্ত ছিল না কোনওদিনই।
advertisement
1/9

মেয়েদের হার্টথ্রব ইমরান খান। নিজের সময়ে সবথেকে জনপ্রিয় খেলোয়াড়দের মধ্যে একজন ছিলেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক ইমরান (Imran Khan)। নিজের অধিনায়কত্বে ১৯৯২ সালে আইসিসি ওয়ার্ল্ডকাপে পাকিস্তানকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন আজকের পাক প্রেসিডেন্ট। নিজের প্লে-বয় হেয়ার স্টাইলের জন্য আগাগোড়াই জনপ্রিয় ছিলেন ইমরান খান।
advertisement
2/9
জনপ্রিয় এই ক্রিকেটারকে নিয়ে মিথের অন্ত নেই। বলা হত যে, সেই সময় ইমরান খান যখন ময়দানে নামতেন তখন লক্ষ লক্ষ মেয়েরা তাঁকে দেখার জন্য টিভির সামনে বসে যেত। এমনও শোনা যায় যে, ইমরান খান নিজের ক্রিকেট জীবনে বহু বলিউড অভিনেত্রীদের সঙ্গে ডেটেও গিয়েছিলেন। আসুন দেখে নিই ইমরান খানের সঙ্গে কোন কোন বলিউড অভিনেত্রীর নাম জড়িয়েছিল।
advertisement
3/9
বলিউডের বিখ্যাত অভিনেত্রী রেখার সঙ্গে ইমরান খানের সম্পর্ক নিয়ে গল্পের শেষ নেই। ইমরান খানের একটি পুরনো সাক্ষাৎকার রেখার সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক কিছু নিজেই শেয়ার করেছেন তিনি। এতে বেশ কিছু চমকপ্রদ তথ্য জানিয়েছেন ইমরান খান।
advertisement
4/9
৭০ এবং ৮০ এর দশকে হিন্দি সিনেমা শাসন করতেন রেখা। এ সময় ইমরান খানের সঙ্গে তার সম্পর্কের গুজব শোনা যায়। রেখার সঙ্গে তার সম্পর্ক নিয়ে ইমরান খানের বক্তব্যও পুরনো নিবন্ধে ছাপা হয়। এতে ইমরান বলেন, 'আমি কিছু সময়ের জন্য অভিনেত্রীর সঙ্গ পছন্দ করেছি। আমি উপভোগ করেছি এবং এগিয়ে গেলাম। একজন চলচ্চিত্র অভিনেত্রীকে বিয়ে করার কথা ভাবতেও পারি না।
advertisement
5/9
এই সাক্ষাৎকারটি তারকা সংবাদপত্রের, যার তারিখ ১১ জুন, ১৯৯৫-এর। প্রবন্ধে দাবি করা হয়েছে, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইমরান খান এবং অভিনেত্রী রেখার বিয়ে হওয়ার কথা ছিল। সাক্ষাৎকারটি ভারতীয় চলচ্চিত্র জার্নাল মুভির উদ্ধৃতি দিয়ে দাবি করেছে যে রেখার মা এই বিয়েতে খুব খুশি। তিনি এর জন্য জ্যোতিষের সঙ্গে কথা বলেছিলেন এবং রাশিফলও দেখিয়েছিলেন। প্রবন্ধ থেকে এটাও স্পষ্ট যে, এই সম্পর্কের জন্য রেখার পরিবারের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছিল।
advertisement
6/9
বলিউডের অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে তৎকালীন পাকিস্তান অধিনায়ক ইমরান খানের নাম জড়িয়েছিল। কিন্তু দুজনই কখনও নিজেদের সম্পর্কের কথা সবার সামনে স্বীকার করেননি। দুজনার গল্প আর ঘনিষ্ঠতা সেই সময় মাঝে মধ্যেই খবরে ছাপা পর্যন্ত হয়েছিল বলে জানান গিয়েছে।
advertisement
7/9
বাদ যাননি সুচিত্রা কন্যা মুনমুনও। বাংলার অভিনেত্রী মুনমুন সেন আর ইমরান খানের সম্পর্ক নিয়েও এক সময় চরম কানাঘুষো চলেছিল। শোনা যেত যে, ইমরান খান মুনমুন সেনকে খুবই পছন্দ করতেন। মুনমুন সেন শুধু বাংলাই না, কয়েকটি বলিউড সিনেমাতেও কাজ করেছিলেন। যদিও, দুজনার মধ্যে একজনও এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
advertisement
8/9
প্রসঙ্গত, ইমরান খান ৪৩ বছর বয়সে ১৯৯৫ সালের ১৬ মে ক্রিকেট জীবন থেকে সন্ন্যাস নেন। এরপর তিনি ব্রিটিশ নাগরিক জামিমা গোল্ডস্মিথকে বিয়ে করেন। তাঁর সঙ্গে ইমরান খানের ৯ বছরের বৈবাহিক সম্পর্ক ছিল।
advertisement
9/9
এরপর ২০১৫ সালে ইমরান খান রেহেম খানের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন। এই সম্পর্ক মাত্র ৯ মাস টিকেছিল। আর ২০১৮ সালে রাজনৈতিক জীবনে পা রাখার পর তিনি নিজের আধ্যাত্মিক গুরু বুশরা মনেকাকে বিয়ে করেন। ইমরান খানের তৃতীয় বিয়েটি অবশ্য এখনও টিকে রয়েছে।