TRENDING:

‘‌যদি আমি সুশান্তকে আগলে রাখতাম, ও ঠিক বেঁচে থাকত’‌, সাক্ষাৎকারে ভেঙে পড়লেন অঙ্কিতা

Last Updated:
একটি জাতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে নিজের অবস্থান একেবারে স্পষ্ট করে দিলেন অঙ্কিতা লোখান্ডে।
advertisement
1/5
‘‌যদি আমি সুশান্তকে আগলে রাখতাম, ও বেঁচে থাকত’‌, সাক্ষাৎকারে ভেঙে পড়লেন অঙ্কিতা
• দীর্ঘদিন সম্পর্কে ছিলেন সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা। আজ সুশান্তের মৃত্যুর পর সেই দিনগুলোর কথা যেন আরও বেশি করে মনে পড়ছে অঙ্কিতা‌র। তাই সাক্ষাৎকারে মনের কথা বললেন তিনি। বললেন, তিনি যদি আজও সুশান্তের সঙ্গে থাকতেন, তাহলে এই দিনটা আর দেখতে হত না। হতে পারে সুশান্ত হয়ত বেঁচে থাকতেন। FIle Image
advertisement
2/5
• সুশান্তের মৃত্যুর পর তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছেন কি না, এই প্রশ্নের উত্তরে অঙ্কিতা জানালেন, ওই পরিবারের রাজকুমার ছিলেন সুশান্ত। সুশান্তের দিদি রানি অঙ্কিতাকে বলেছেন, মুম্বই তাঁদের সংসারের সব শেষ করে দিল। বেশি কথা বলতে পারছিলেন না ওঁরা। File Image
advertisement
3/5
• তিনি কী কাউকে এই বিষয়ে দোষ দিতে চান, এই প্রশ্নের উত্তরে অঙ্কিতা বলেছেন, কাউকে আলাদা করে দোষ দিতে চান না তিনি। তবে তিনি জানতেন, সুশান্ত ভাল আছেন। কিন্তু শেষ একবছরে যতবার দেখা হয়েছে সুশান্তের সঙ্গে, ততবার চোখে সেই আনন্দ দেখতে পাননি তিনি, এটাও বলেছেন। তবু, সুশান্ত যখন চাইছেন ওভাবেই থাকতে, তখন অঙ্কিতা আর কিছু বলেননি। File Image
advertisement
4/5
• পুলিশের তদন্ত নিয়েও তিনি বিহার পুলিশের দিকে ঝুঁকে রয়েছেন। তিনি বলেছেন, ‘‌পাপা (‌সুশান্তের বাবা)‌ যখন অভিযোগ করেছেন, তখন নিশ্চিত হয়েই করেছেন। আমার মনে হয় বিহার পুলিশের মাধ্যমেই তদন্ত হওয়া দরকার।’‌ File Image
advertisement
5/5
• তিনি একটা কথা একবাক্যে স্বীকার করেছেন, সুশান্তের মৃত্যু আত্মহত্যা না খুন, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলার সময় আসেনি। তিনি শুধু চান, সুশান্ত যেন ন্যায়বিচার পায়। সত্যি যেন শেষ পর্যন্ত সামনে আসে। তাঁর পরিবার, বন্ধু, সবাই যেন সেই সত্যিটা সামনে থেকে দেখতে পায়। File Image
বাংলা খবর/ছবি/বিনোদন/
‘‌যদি আমি সুশান্তকে আগলে রাখতাম, ও ঠিক বেঁচে থাকত’‌, সাক্ষাৎকারে ভেঙে পড়লেন অঙ্কিতা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল